ক্রীড়া প্রতিবেদক: কারাতে’কে আমরা বিশ্ব দরবারে নিয়ে যেতে চাই। আমি আশা করি কারাতের মাধ্যমে আপনারা বিশ্ব দরবারে দেশের সম্মান ও পতাকা তুলে ধরবেন। সেই লক্ষে সবাইকে প্রশিক্ষকদের নির্দেশ মেনে নির্ন্তন অনুশীলন করতে হবে। শুধু প্রশিক্ষনই খেলোয়াড়দের চুড়ান্ত সাফল্তা এনে দিবে পারে।

আজ শুক্রবার(১৭ জানুয়ারি) বিকালে সিএমপি ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত সেলিনা আলম মেমোরিয়াল কারাতে প্রতিযোগিতা ও বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী ই আজম বীর প্রতিক এই কথা বলেন।

May be an image of 1 person, performing martial arts and text

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন এর চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাংবাদিক আবু মোশারফ রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ ফেরদৌস আলী, এডিসি হেড কোয়াটার পংকজ দও। বক্তব্য রাখেন চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ওয়াল্ড এন্ড এশিয়া কারাতে ফেডারেশনবিচারক ও রেফারি এবং প্রতিযোগিতার পরিচালক কাউসার আহামেদ।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন এর চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খান চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনকে জেলা ক্রীড়া সংস্থায় অন্তর্ভুক্তি করার ব্যাপারে উপদেষ্টার সহযোগীতা কামনা করেন। পরে প্রধান অতিথি বেল্ক বেল্ট প্রাপ্ত ও প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের মাঝে পদক ও সনদ বিতরণ করেন।

ক্রীড়া প্রতিবেদক: কারাতে’কে আমরা বিশ্ব দরবারে নিয়ে যেতে চাই। আমি আশা করি কারাতের মাধ্যমে আপনারা বিশ্ব দরবারে দেশের সম্মান ও পতাকা তুলে ধরবেন। সেই লক্ষে সবাইকে প্রশিক্ষকদের নির্দেশ মেনে নির্ন্তন অনুশীলন করতে হবে। শুধু প্রশিক্ষনই খেলোয়াড়দের চুড়ান্ত সাফল্তা এনে দিবে পারে।

আজ শুক্রবার(১৭ জানুয়ারি) বিকালে সিএমপি ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত সেলিনা আলম মেমোরিয়াল কারাতে প্রতিযোগিতা ও বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী ই আজম বীর প্রতিক এই কথা বলেন।

May be an image of 1 person, performing martial arts and text

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন এর চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাংবাদিক আবু মোশারফ রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ ফেরদৌস আলী, এডিসি হেড কোয়াটার পংকজ দও। বক্তব্য রাখেন চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ওয়াল্ড এন্ড এশিয়া কারাতে ফেডারেশনবিচারক ও রেফারি এবং প্রতিযোগিতার পরিচালক কাউসার আহামেদ।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন এর চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খান চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনকে জেলা ক্রীড়া সংস্থায় অন্তর্ভুক্তি করার ব্যাপারে উপদেষ্টার সহযোগীতা কামনা করেন। পরে প্রধান অতিথি বেল্ক বেল্ট প্রাপ্ত ও প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের মাঝে পদক ও সনদ বিতরণ করেন।