হাটহাজারী সংবাদদাতা: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও কুমিল্লা-৩ আসনের পাঁচবারের এমপি আলহাজ্জ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দারুল উলূম হাটহাজারী মাদ্রাসাসহ চট্টগ্রামের বৃহৎ মাদ্রাসাসমূহ সফর করেছেন।
এ সময় তিনি হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং সিনিয়র নায়েবে আমীর ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমীসহ চট্টগ্রামের শীর্ষস্তরের উলামায়ে কেরামের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে তিনি দেশের বৃহৎ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করলে তাঁকে আন্তরিক স্বাগত জানান মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা মুনির আহমদ, মাওলানা শফিউল আলম, মাওলানা আবদুস সবুর প্রমুখ।
হাটহাজারী মাদ্রাসায় সর্বপ্রথম তিনি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী (রহ.)এর কবর যিয়ারত করেন।
যিয়ারত শেষে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ হাটহাজারী মাদ্রাসা মহাপরিচালকের কার্যালয়ে গমন করলে তাকে আন্তরিক স্বাগত জানান হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.)।
এ সময় আরো উপস্থিত ছিলেন- হাটহাজারী মাদ্রাসার শিক্ষাসচিব হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ (হাফি.), মুহাদ্দিস হযরত মাওলানা মুহাম্মদ ওমর কাসেমী (হাফি.), হযরত মাওলানা আহমদ দীদার কাসেমী (হাফি.), হযরত মাওলানা মাহবুবুল আলম (হাফি.) প্রমুখ।
সালাম ও কুশল বিনিময়ের পর কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী (রহ.)এর নেতৃত্বে হেফাজতে ইসলামের ঈমান-আকিদার আন্দোলন এবং ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এ সময় তিনি শীর্ষ দুই আলেমকে নিয়ে স্মৃতিচারণ করে আবেগতাড়িত হয়ে বলেন, ফ্যাসিবাদি শেখ হাসিনার সরকারের মিথ্যা মামলার খড়গ ও জীবনের হুমকি নিয়ে ১৩ বছর দেশান্তরী থেকে ফেরার পর সর্বপ্রথম আমার মায়ের কবর যিয়ারত করেছি। এরপরই দুই আকাবিরের কবর যিয়ারত ও শীর্ষ আলেমদের সাথে সাক্ষাতে চট্টগ্রাম সফরে এসেছি। আমার জন্য খাস করে দোয়া করবেন, যেন দেশ, জাতি, উম্মাহ ও দ্বীনের কল্যাণে কাজ করে যেতে পারি।