নিজস্ব প্রতিনিধি: যুগান্তর স্বজন সমাবেশ ও পাক্ষিক খবরিকা পত্রিকার যৌথ উদ্যোগে গতকাল শনিবার (১১ই জানুয়ারি)মীরেরশ্বরাই এর আরশী নগর ফিউচার পার্কের লালন মঞ্চে দিনব্যাপী শীতকালীন কবিতা উৎসব অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি, সাংবাদিক, পাক্ষিক খবরিকা পত্রিকার সম্পাদক মাহবুব পলাশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, প্রাবন্ধিক, পাক্ষিক খবরিকা পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ আব্দুল আলীম তুহিন।
প্রধান আলোচক ছিলেন অপকার নির্বাহী পরিচালক মোঃ আলমগীর।
বিশেষ অতিথি ছিলেন কবি ও মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, কবি মোঃ আলমগীর হোসেন, কবি ও বাচিক শিল্পী শিমলা চৌধুরী, কবি খালেছা খানম।
অনুষ্টানের শুভারম্ভ হয় কবি মাহবুব পলাশ এর দরদী কন্ঠের উচ্চারণে কবি আসাদ চৌধুরীর বিখ্যাত কবিতা- “নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে” আবৃত্তি দিয়ে।
পর্যায়ক্রমে বাচিকশিল্পী যারিন সুবহা’র কন্ঠে ’ রবীন্দ্রনাথের আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর’, কবি ও বাচিকশিল্পী শিমলা চৌধুরীর মুগ্ধতা ছড়ানো উচ্চারণে রবীন্দ্রনাথের ’ আমারই চিনার মূলে পান্না হলো সবুজ, চুনী উঠলো রাঙ্গা হয়ে’, কবি খালেছা খানম এর স্বরচিত- ভালবাসার সিন্ধু তুমি’ আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্টানে কবিতা আবৃত্তি করেন কবি শুক্কুর চৌধুরী, কবি মোঃ আলমগীর হোসেন, কবি শাহাদাত হোসেন লিটন, কবি ও সঙ্গীতশিল্পী প্রফেসর আক্তারুজ্বামান, কবি মোহাম্মদ মুসা, কবি ও শিক্ষক হোছাইন সবুজ, কবি সুবর্ণা চক্রবর্তী, হারাধন চক্রবর্তী, যেবা সামিহা, নুর হোসেন বাদশা, ইসরাত জাহান, ফারহা, আলিফা, ইউসরা, রশিদুল হাসান, তাকিবুর রহমান ও তানজিলা তানজু।
এছাড়াও বাউল, ফোক ও দেশের গান পরিবেশন করেন বাউল শিল্পী সুজন বাউলা, প্রবীন শিল্পী রনজিত ধর, অধ্যাপক আক্তারুজ্জামান, জিয়াউর রহমান জিতু ও নিপা মজুমদার।
মাঝে আগত অতিথি পুরুষ মহিলা ও শিশুদের নিয়ে- শিশুদের বিস্কুট দৌড়, মিউজিক্যাল চেয়ার, হাঁড়ি ভাঙ্গা সহ খেলাধুলার আয়োজন ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাছির উদ্দিন ভূঁইয়া, আবুল খায়ের, শরিফ উদ্দিন শিবলু, ডা. সালাহ উদ্দিন, আব্দুল্ মান্নান রানা, মামুন নজরুল, জাবেদ হোসাইন, রিপন গোপ পিন্টু, তছলিম হোসেন, নিমাই দাস, নীলাম্বরী মজুমদার, ডা: তাছনিম মাহবুব তানহা, কবি তাছলিমা চৌধুরী সুরভী, পার্কের পরিচালক লায়ন জামাল উদ্দিন ও মিসেস জামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পাক্ষিক খবরিকা পত্রিকায় প্রকাশিত লেখা বিবেচনায় কবি শুক্কুর চৌধুরী, কবি মোঃ আলমগীর হোসেন, কবি শিমলা চৌধুরী ও কবি খালেছা খানমকে সেরা কবি সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত বাচিক শিল্পী জারিন সুবাহ’কে সন্মাননা প্রদান করা হয়। এছাড়া যুগল সম্মাননা, খেলাধুলা পর্বের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আলহাজ্ব মহসিন আলীকে সভাপতি ও সানোয়ার ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করে যুগান্তর স্বজন সমাবেশ এর মীরসরাই উপজেলা শাখার নতুন কমিটি এর ঘোষনা দেন সাবেক সাধারণ সম্পাদক রিপন গোপ পিন্টু।
প্রধান অতিথি সৈয়দ তুহিন বলেন, কবি ও শিল্পীরা হলেন সমাজের দর্পন। দেশ প্রকৃতি ও প্রেমের অনন্য সমস্বয় এই সৃজনশীল সমাজ স্রষ্ঠার এক ভিন্নরকম উপহার। আজকের এই পৃথিবীর সকল সুন্দরকে রক্ষনশীল রাখতে কবি ও কবিতার বিকাশে সবাইকে সম্প্রীতির বন্ধনে থেকে পৃথিবীর কল্যানে অবদান রাখার আহ্বান জানান।
অতিথিদের জন্য অনুষ্টানে প্রাঙ্গনে ছিল বাহারী শীতের পিঠার ষ্টল, চা-কফি ও বিস্কিটের অবারিত আয়োজন এবং মধ্যাহ্নে চিকেন বিরানী পরিবেশন করা হয়।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন- সাংবাদিক নাছির উদ্দিন ও সানোয়ার ইসলাম রনি।