নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করেছে চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের মানবিক সংস্থা এক টাকায় আনন্দ ফাউন্ডেশন।আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে লোহাগাড়া উপজেলার দূর্গম এলাকা গৌড়স্থান গ্রামে এতিম শিশুদের হাতে তুলে দেয়া হয়েছে শীতবস্ত্র কম্বল। প্রায় ১৫০ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হোসেন সাকিব, প্রবাসী কল্যাণ বিভাগের উপ-সমন্বয়ক আব্দুল রিদুয়ান, মোঃ আজাদ হোসেন ও কার্যনির্বাহী সদস্য মোঃ আকিল প্রমুখ।
ফাউন্ডেশন কর্মকর্তারা জানান, দূর্গম এলাকায় সুবিধাবঞ্চিতদের নিকট শীতবস্ত্রসহ অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়াই এ সংস্থার মূল উদ্দেশ্য। এতিম, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে কাজ করে আসছে এ সংস্থা।
Post Views: 78