প্রেস বিজ্ঞপ্তি: শিক্ষাসহায়ক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) এর উদ্যোগে “15th Thematic Debate Workshop Championship 2024” শীর্ষক মাসব্যাপি কর্মশালা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বেলা ১২টায় শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ও চবি তথ্য ও ফটোপ্রাফি শাখার প্রশাসক ড. মোঃ শহীদুল হক ও চবি লোক প্রশাসন বিভাগের প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
চবি উপাচার্য বলেন, চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) তরুণ প্রজন্মের জন্য যে কার্যক্রম পরিচালনা করছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। বিতর্ক একটা গুরুত্বপূর্ণ শিল্প। এর দ্বারা শিক্ষার্থীরা উপস্থাপনসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারে। উপস্থাপন শিল্পে আমাদের অনেকেই আমরা দুর্বল। বিতর্ক করে এ দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। ক্লাসরুমসহ বিভিন্ন আলোচনার ক্ষেত্রে আমাদের ইন্টারেক্টিভ হতে হবে। সিভিতে শিক্ষাসহায়ক কার্যক্রমে যুক্ত থাকার কথা উল্লেখ করলে বিদেশে বৃত্তি পাওয়া সহজ হয়। এসব কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত সমাজ ও রাষ্ট্র সংস্কার করার সুযোগ কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, বহিঃবিশ্বের শিক্ষার্থীরা বিতর্কের মাধ্যমে তাদের প্রতিভা জানান দেয় এবং অভিষ্ট লক্ষ্যে পৌছাঁনোর স্বপ্ন পূরণ করতে পারে। আমাদের শিক্ষার্থীদেরও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। চবির বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমের প্রতি গুরুত্ব দিচ্ছে। তিনি দেশ ও জাতির কল্যাণে কাজে আসে, এমন বিষয় নিয়ে বিতর্ক করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি অনুকরণীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট এর সাধারণ সম্পাদক আকলিমা খাতুনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য নাবিল সাদ ও জারিন তাসনীম মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে চবি আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী, তাসফিয়া হাসেম, জোবায়ের আহম্মদ, আয়েশা রিদুয়ানা ও সহসভাপতি তাহমিনা আখতারসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু’শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ও শহিদ ফরহাদ হোসেনকে স্মরণ করে অনুষ্ঠান শুরু হয়। এরপর ১৫তম থিমেটিক বিতর্ক কর্মশালা ও চ্যাম্পিয়নশিপের শিক্ষার্থীরা ক্লাবের প্রতি তাদের প্রত্যাশা ব্যক্ত করেন এবং ১৪ তম থিমেটিক বিতর্ক কর্মশালার উদীয়মান বিতার্কিকরা তাদের এক বছরের অভিজ্ঞতা শেয়ার করেন। শিক্ষার্থীদের প্রফুল্ল রাখতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ক্যাম্পাসের অন্যান্য বন্ধু সংগঠনের ( চবিসাস, হিস্ট্রি ক্লাব, এফবিডিএ, প্রথম আলো বন্ধুসভা) প্রতিনিধিরাও উপস্থিত থেকে সিইউএসডির ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান।
সিইউএসডির সাবেক সভাপতি অভিষেক দত্ত নতুন শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ পারলামেন্টারি ডিবেট এর ওপর ৪০ মিনিট ব্যাপী একটি সেশন পরিচালনা করেন। কিভাবে বিপি ডিবেট করতে হয়, কিভাবে বিতর্কের গাথুনি সুন্দর করা যায়, তিনি তা সুন্দরভাবে উপস্থাপন করেন।
সবশেষে, সিইউএসডি’র সহ-সভাপতি তাহমিনা আফরোজ উপস্থিত সকল শিক্ষক, অতিথি, বন্ধু সংগঠনের সদস্য ও ১৫ তম থিমেটিক বিতর্ক কর্মশালার সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠান সফল করার জন্য ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অফ ডিবেটের ১৫তম থিমেটিক বিতর্ক কর্মশালায় ৪৫০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছেন।