প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্ৰাম লেডিস ক্লাবে নীল কলম সাহিত্য সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার (০৭ ডিসেম্বর)বিকেল ৪টা হ’তে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহান বিজয় দিবস ও সংগঠনের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্যদের অংশগ্ৰহনে আলোচনা, কবিতা আবৃত্তি, দেশাত্নবোধক সঙ্গীত ও কন্ঠাভিনয়ে প্রাণবন্ত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ও সংগঠক মাহবুবা চৌধুরী।
সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি লিপি বড়ুয়া।
সভার শুরুতেই দাঁড়িয়ে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অতপর অনুষ্ঠানে কবিগন একে একে দেশাত্নবোধক গান, কবিতা আবৃত্তি, স্মৃতি চারণ, আলোচনা ও অভিনয় পরিবেশন করেন।
দ্বিতীয় পর্যায়ে কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়।সংগঠনিক আলোচনা ও কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্ৰহন করা হয়। শেষে আগত অতিথিবৃন্দ সহ গ্ৰুপ ছবি তুলে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন-প্রাবন্ধিক, কথাসাহিত্যিক সংগঠক ডক্টর সেলিমা রহমান, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট প্রাবন্ধিক ডক্টর সেলিনা আক্তার, বিশিষ্ট কথা সাহিত্যিক, কবি ও মুক্তিযোদ্ধা তনয়া অধ্যাপক বিচিত্রা সেন, কবি সমরনিকি চৌধূরী,কবি ও অধ্যাপক মারজিয়া খানম সিদ্দিকা,কবি সুমী দাশ,কবি তারিফা হায়দার, কবি পারভীন আকতার, কবি ও বাচিক শিল্পী সিমলা চৌধূরী, কবি ও বাচিক শিল্পী প্রতীমা দাশ, কবি বাচিক শিল্পী ও নাট্যকার লীপি তালুকদার,কবি সুপর্ণা লীপি বড়ুয়া, কবি নাজরীন আকতার, কবি নিখিল নিগার, অধ্যাপক রৌশন আরা,মুক্তিযোদ্ধা ও কবি শুক্কুর চৌধুরী, কবি আলমগীর হোসাইন, প্রাবন্ধিক এস এম মোখলেসুর রহমান এবং কবি ও সংগঠক তানভীর হাসান বিপ্লব প্রমুখ।