নগর প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী সাদ্দাম (৩১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃত হায়দার আলী সাদ্দাম হবিগঞ্জ বাহুবলী থানা এলাকার বর্তমানে হাটহাজারী ধুপফুল কলাবাগান এলাকার কদর আলীর ছেলে। সাদ্দাম চান্দগাঁও মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন বলে জানা গেছে। তাকে চান্দগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে হায়দার আলী সাদ্দামকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Post Views: 57