সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার লাশ উদ্ধার করেছেন দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার (০৬ ডিসেম্বর) রাত ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নস্থ নয়া খালের মুখ নামক এলাকা থেকে মহিলার লাশ উদ্ধার করা হয়।
দোহাজারী হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায় , মহাসড়কের নয়াখালের মুখ এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক মহিলার লাশ পড়ে থাকার খবর পেয়ে লাশটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন ও বাম পায়ের গোড়ালি ভাঙ্গা ছিল। তবে রাস্তার উপর কোনো রক্তের দাগ পাওয়া যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থা, নারীর পরিধেয় পোশাক ও জখমের ধরণ পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে কেউ ফেলে রেখে চলে গেছে। ওই নারীর পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।