ইউসুফ হুসাইন(লালপুর) নাটোর:নাটোর সিংড়া মহাসড়কে বাসচাপায় রাসেদ নামের একভ্যানচালক নিহত এবং আহত হয়েছেন তিনজন।শুক্রবার (০৬ ডিসেম্বর)বিকেল পাঁচ টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া বালুভরা এলাকায় এ ঘটনা ঘটে। নাটোর থেকে বগুড়াগামী রোদেলা পরিবহন নামে একটি বাসে পিষ্ট হন তিনি। নিহত রাসেদ পৌর এলাকার নিঙ্গইন গ্রামের মৃত আব্বাসের ছেলে।
সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, নিহত ভ্যানচালকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। আহতরা পার্শ্ববর্তী গ্রামের সিরাজ সরকার, আব্দুর রাজ্জাক এবং আঞ্জুমানআরা। এদেরকে সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
Post Views: 82