নগর প্রতিবেদক: দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী চেতনা ও দায়িত্বশীলতা অব্যাহত রাখতে হবে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) চবির আইন অনুষদের এ.কে. খান মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ৩২তম ব্যাচের সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. আ.ন.ম. আবদুল মাবুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এবং চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল শাহীন খান।

চবি উপাচার্য বলেন, ছাত্ররা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদেরকে নতুনভাবে কাজ করার যে সুযোগ করে দিয়েছে, তা আমরা যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের কল্যাণে কাজে করার চেষ্টা করছি। উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন কামনা করেন এবং নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার পরামর্শ প্রদান করেন।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, শিক্ষার্থীদের যথাসময়ে শিক্ষাজীবন শেষ করার ব্যবস্থা করে ডিগ্রী প্রদান করা আমাদের দায়িত্ব। আমরা নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে প্রাধান্য দিয়ে তাদের কল্যাণের জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখছি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমদ আলী, অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হক, অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইদ), অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল আমিন নুরী, সহযোগী অধ্যাপক ড. এনামুল হক মুজাদ্দেদী, সহযোগী অধ্যাপক মোঃ মুরশেদুল হক, সহকারী অধ্যাপক মোঃ আলাউদ্দিন চৌধুরী, প্রভাষক মিসবাহ উদ্দিন, প্রভাষক রবিউল আলম ও প্রভাষক মোঃ ইসহাক।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি বিভাগীয় শিক্ষকদের শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ মুরাদ হোসেন ও ওমর ফারুক জিহাদি।

নগর প্রতিবেদক: দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী চেতনা ও দায়িত্বশীলতা অব্যাহত রাখতে হবে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) চবির আইন অনুষদের এ.কে. খান মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ৩২তম ব্যাচের সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. আ.ন.ম. আবদুল মাবুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এবং চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল শাহীন খান।

চবি উপাচার্য বলেন, ছাত্ররা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদেরকে নতুনভাবে কাজ করার যে সুযোগ করে দিয়েছে, তা আমরা যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের কল্যাণে কাজে করার চেষ্টা করছি। উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন কামনা করেন এবং নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার পরামর্শ প্রদান করেন।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, শিক্ষার্থীদের যথাসময়ে শিক্ষাজীবন শেষ করার ব্যবস্থা করে ডিগ্রী প্রদান করা আমাদের দায়িত্ব। আমরা নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে প্রাধান্য দিয়ে তাদের কল্যাণের জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখছি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমদ আলী, অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হক, অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইদ), অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল আমিন নুরী, সহযোগী অধ্যাপক ড. এনামুল হক মুজাদ্দেদী, সহযোগী অধ্যাপক মোঃ মুরশেদুল হক, সহকারী অধ্যাপক মোঃ আলাউদ্দিন চৌধুরী, প্রভাষক মিসবাহ উদ্দিন, প্রভাষক রবিউল আলম ও প্রভাষক মোঃ ইসহাক।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি বিভাগীয় শিক্ষকদের শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ মুরাদ হোসেন ও ওমর ফারুক জিহাদি।