আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করেছে। অভিযানকালে দুই মাদক কারবারিকে আটক করা হয়। ৫ আগস্টের পর দেশে সেনাবাহিনী মোতায়েনের পর মাদকদ্রব্য উদ্ধারে বৃহৎ অভিযান বলে জানিয়েছে সেনাবাহিনী। আজ বুধবার (৪ ডিসেম্বর) রাত ২টার সময় উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন – একই গ্রামের আব্দুর ছবুরের দুই পুত্র আব্দুল্লাহ আল নোমান (২৫) ও আবু হাফিন (১৭)।
সেনাবাহিনী সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত ২টার সময় বাংলাদেশ সেনাবাহিনীর ২১ এডি রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন নাফিসের নেতৃত্বে রায়পুর ইউনিয়নের মাদক ব্যবসায়ী আব্দু ছবুরের বাড়িতে অভিযান পরিচালনা চালায়। এসময় বাড়ির পাশে একটি অব্যবহৃিত টয়লেটের ভেতর থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও কাপড় মোড়ানো ব্যাগ থেকে নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী আব্দুস ছবুর ও তার বড় ছেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুষ্ঠানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানায়, সেনাবাহিনী অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। আগামীতে যৌথ বাহিনী বড় ধরনের অভিযান পরিচালনা করবে আশা করছি।