দি ক্রাইম ডেস্ক: মেয়র সতর্ক করার কয়েক ঘণ্টার মধ্যে একযোগে বদলি করা হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৪ ওয়ার্ড সচিবকে। এর মধ্যে তিনজনকে সংস্থাটির সচিবালয়ে সংযুক্ত করা হয় এবং একজনকে রাজস্ব শাখার যানবাহন পরিদর্শক করা হয়। গতকাল রোববার ওয়ার্ড সচিবদের বদলি করে অফিস আদেশ জারি করেন চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। একই আদেশে তিন কর্মচারীকেও ওয়ার্ড সচিব পদে বদলি করা হয়। আদেশে ৩ ডিসেম্বরের মধ্যে সবাইকে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়।
বদলির বিষয়টি নিশ্চিত করে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, যাদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ আছে তাদের বদলি করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এদিকে গতকাল সকালে বাগমনিরাম ওয়ার্ডে চসিকের পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র ওয়ার্ড সচিবদের তাদের বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে সতর্ক করেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে কাউন্সিলর না থাকার কারণে জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদের ব্যাপারে সচিবদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। জনসাধারণ যাতে কোনোভাবেই নাগরিক সেবা নিতে এসে হয়রানির শিকার না হয়।
মেয়র বলেন, কিছু ওয়ার্ড সচিবের উদাসীনতা লক্ষ্য করেছি। আমি অবিলম্বে তাদের সাথে একটা মিটিং করব। যে সকল ওয়ার্ড সচিবের বিরুদ্ধে অভিযোগ আসছে, প্রমাণ পাওয়া গেলে তাদের বদলিসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কাজেই আপনারা সাবধান থাকুন। কেউ যাতে আপনাদের ব্যাপারে কোনো অভিযোগ করতে না পরে। মেয়রের এ বক্তব্যের কয়েক ঘণ্টা পর বিকালে ওয়ার্ড সচিবদের বদলি করা হয়।
গত ২৫ নভেম্বর জামালখান ওয়ার্ড পরিদর্শনকালে ওয়ার্ডটির সচিবের বিরুদ্ধে স্থানীয় লোকজন নানা অভিযোগ করেন মেয়রের কাছে। পরে মেয়র তাকে পরিবর্তনের জন্য চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন।
যাদের সংযুক্ত করা হয় : পূর্ব ষোলশহর ওয়ার্ড সচিব মো. শাহ আলম, রামপুর ওয়ার্ড সচিব অঞ্জন চক্রবর্তী ও দক্ষিণ হালিশহর ওয়ার্ড সচিব মনসুর আলী খানকে সচিবালয় বিভাগে সংযুক্ত করা হয়। পূর্ব বাকলিয়ার মোয়াজ্জেম হোসেন চৌধুরীকে রাজস্ব শাখার যানবাহন পরিদর্শক করা হয়।
এছাড়া ব্যক্তিগত সহকারী আবু রাজিন চৌধুরীকে বাগমনিরাম, অফিস সহকারী জালাল আহমদকে জামালখান ওয়ার্ড এবং অফিস সহকারী হাবিবুর রহমানকে উত্তর আগ্রাবাদ ওয়ার্ড সচিব হিসেবে বদলি করা হয়।
বদলিকৃত অন্য ওয়ার্ড সচিবের মধ্যে চান্দগাঁও ওয়ার্ডের বাবলা চৌধুরীকে পশ্চিম মাদারবাড়ী, সচিবালয় বিভাগে সংযুক্ত ওয়ার্ড সচিব দানেশ চৌধুরীকে চান্দগাঁও, সচিবালয় বিভাগে সংযুক্ত ওয়ার্ড সচিব শওকত হোসেনকে পূর্ব ষোলশহর, পশ্চিম বাকলিয়ার শেখ মাহাতাব টিপুকে আলকরণ, দক্ষিণ বাকলিয়ার এম এ করিমকে আন্দরকিল্লা, জামালখানের পারভেজ কবিরকে রামপুর, উত্তর আগ্রাবাদের খায়রুল বশর তছলিমকে দক্ষিণ হালিশহর, পশ্চিম মাদারবাড়ীর এনামুল হককে পূর্ব বাকলিয়া, আলকরণের রেজাউল করিমকে পশ্চিম বাকলিয়া এবং আন্দরকিল্লা ওয়ার্ড সচিব নজরুল ইসলাম চৌধুরীকে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে বদলি করা হয়।