দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)’র চলমান উন্নয়ন প্রকল্প ও সামাগ্রিক কার্যক্রম বিষয়ে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০.১১.২৪ইং) তারিখ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)’র মিলনায়তনে উক্ত মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) মতবিনিময় সভায় দুই উপদেষ্টার উপস্থিতিতে মাল্টিমিডিয়াতে প্রদর্শন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও। প্রায় ৩০ সেকেন্ড প্রদর্শিত ভিডিওতে শেখ হাসিনার সঙ্গে চউকের সাবেক চেয়ারম্যান আবদুস ছালামকেও দেখা যায়। এতে উত্তেজিত হয়ে উঠেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা আপনারা এখনো ধারণ করছেন না। ফ্যাসিস্ট সরকারের ভূত এখনো মাথা থেকে যায়নি। কোথায় কি দেখাতে হবে সেই বোধও আপনাদের হয়নি?’
মতবিনময় সভায় মেয়র বলেন, উক্ত প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)’র করার কথা নয়। এই প্রকল্প যেই করুক না কেন দিন শেষে এই প্রকল্প চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দিতে হবে। তাই এই প্রকল্প সিটি কর্পোরেশনের সাথে মিলে মিশে করার কথা তা তৎকালীন কর্তৃপক্ষ করে নাই তাই এই প্রকল্প থেকে জনগণের কোন উপকার হয়নি।
উক্ত সভায় উপস্থিত ছিলেন আদিলুর রহমান খান, উপদেষ্টা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ও এ এফ হাসান আরিফ, উপদেষ্টা, ভূমি মন্ত্রণালয়; ডা. শাহাদত হোেসেন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন; হামিদুর রহমান খান, সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)’র চলমান উন্নয়ন প্রকল্প ও সামাগ্রিক কার্যক্রম বিষয়ে মতবিনময় সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. নুরুল করিম।