প্রদীপ দাশ, কক্সবাজার (সদর) প্রতিনিধি: ২ দিন ব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ অর্থবছরে আওতায় জেলা ক্রীড়া অফিস, কক্সবাজার এর আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা, কক্সবাজার এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় কক্সবাজার এর সহযোগিতায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ২ দিন ব্যাপী ফুটবল খেলোয়াড় (অ-১৫) ও প্রতিযোগিতা ২৯ নভেম্বর শুক্রবার বিকালে সম্পন্ন হয়েছে।
পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় রাজস্ব কর্মকর্তা আবছার উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য রতন দাশ, আলী রেজা তসলিম, জেলা ফুটবল এসোসিয়েশনের এর সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, কোষাধ্যক্ষ মাসুদ আলম
সদস্য আজম মোহাম্মদ বিপ্লব, জেলা ফুটবল কোচ মো: খালেদ হোসাইন, ক্রীড়া সংগঠক জামাল উদ্দিন।
এই বাছাই কার্যক্রমে ৯ টি উপজেলা থেকে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের ১৯০ জন খুদে খেলোয়াড় অংশ গ্রহন করে। এই প্রতিযোগিতায় সবুজ একাদশ ২-০ গোলে হিমচড়ি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।