নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এঘটনায় আহত হয়েছে অপর এক আরোহী। বৃহস্পতিবার(২৮ নভেম্বর)রাত ১০টায় এ দূর্ঘটনা ঘটেছে উপজেলা পদুয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে। এঘটনায় নিহত ২৪বছরের যুবক সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের হাজারখিল এলাকার বাসিন্দা মোহাম্মদ রাকিব। আহত হয়েছেন একই এলাকার ২২ বছরের মোঃ আরিফ।
সূত্রমতে, হতাহতরা মোটরসাইকেলে চড়ে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে এক বিয়ে অনুষ্ঠান যাওয়ার পথে কক্সবাজার মুখী যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহীরা ছিটকে পড়ে যায়। বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় লোকজন উভয়কে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পৌছায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাকিবকে মৃত ঘোষনা করেন। এঘটনায় আহত আরিফকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
এ প্রসঙ্গে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার ব্যাপারে হতাহতদের পক্ষে কোন এজাহারনামা বা অভিযোগ দায়ের করেনি।