নগর প্রতিবেদক: দেশ যখন সংস্কার কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে সেই মুহূর্তে একটি চিহ্নিত মহল উগ্রবাদের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সংস্কার কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে চায়।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নয়াবাজার বিশ্বরোড মোড়ে ২৫ নং রামপুরা ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের মাসব্যাপী প্রামাণ্য চিত্র প্রদর্শনের কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক শওকত আজম খাজা এ কথা বলেন।এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা সাইদুল আলম।
সভা সঞ্চালনা করেম কাজী তানভীর রহমান।
তিনি আরো বলেন, পতিত ফ্যাসিবাসের দোসর উগ্রবাদীরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই ষড়যন্ত্র রুখতে সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হব
সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হালিশহর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান মাহমুদ, থানা বিএনপি নেতা সৌরভ শাহীন, মহানগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক জহির উদ্দিন বাবর, যুবদল নেতা মোশারফ আমিন সোহেল, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, থানা ছাত্রদলের সদস্য সচিব সামিউল কবির শিয়াম, হালিশহর থানা জাসসের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন প্রমুখ।