রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির মানিকছড়ি এলাকায় পুণ্যার্থীবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
বাসে থাকা যাত্রীরা জানান, ৪০ জনের একটি বাসে করে সকালে রাঙ্গুনিয়া থেকে রাঙামাটি রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসছিলেন। মানিকছড়ি নামক স্থানে এলে বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে যায়। এ সময় অনেকে আহত হয়েছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া চৌধুরী বলেন, ‘‘আহত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে, গুরুতর তিন জনকে চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে।’’
Post Views: 59