নিজস্ব প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ির বহরের একটি গাড়ি দূর্ঘটনার কবলে পড়েছে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায়। দূর্ঘটনাকবলিত গাড়ির সম্মুখভাগের ব্যাপক ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া গেছে। তবে ছাত্র আন্দোলনের এ দু সমন্বয়ক সে গাড়িতে ছিলেন না বলে সূত্রে প্রকাশ। ফলে এ দুজনেই অক্ষত আছেন বলে জানা গেছে। গত ২৭ নভেম্বর বুধবার রাত সাড়ে ৭টায় এ দূর্ঘটনা ঘটেছে লোহাগাড়া উপজেলার হাজী রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে।
ছাত্র আন্দোলনের এ দু নেতা চট্টগ্রাম নগরে নৃশংস ঘটনায় নিহত এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারতের পর উপজেলার ভারাঙ্গা গ্রাম হতে ফেরার পথে ঘটে এ দূর্ঘটনা। তবে এটি নিচক কোন দূর্ঘটনা নয় বলে অনেকের ধারনা। লোহাগাড়া থানা পুলিশ কর্তৃক উক্ত ট্রাক জব্দ করা হয়েছে। আটক হয়েছে ট্রাকচালক ও সহকারী।
এ ব্যাপারে লোহাগাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানায়। আটক ট্রাকচালক ও হেল্পার দুজনেই ময়মনসিংহ জেলার ত্রিশালের বাসিন্দা বলে জানা গেছে। তাদেরকে সোপর্দ করা হয়েছে চট্টগ্রাম জেলা বিচারক হাকিমের আদালতে।