নগর প্রতিবেদক: চিটাগাং চেম্বারে ব্যবসায়ীদের সাথে আলজেরিয়া রাষ্ট্রদূতের মতবিনিময় জাহাজ নির্মাণ শিল্পে আলজেরিয়া-বাংলাদেশ যৌথ বিনিয়োগে আগ্রহী বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়া রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সায়দানী আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা।
বক্তব্য রাখেন তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাহ উদ্দীন কাসেম খান, চেম্বারের প্রাক্তন পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সিনিয়র সহ- সভাপতি আবিদা মোস্তফা, কনফিডেন্স সিমেন্ট’র এমডি জহির উদ্দিন আহমেদ, প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম সরোয়ার, কর্ণফুলী শিপবিল্ডার্স লি:’র এক্সিকিউটিভ ডাইরেক্টর মিজানুর রহমান (মিজান), ট্রাস্টেড শিপিং লাইন্স লি:’র পরিচালক ওয়াহিদ আলম, এস কে এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মোহাম্মদ ফরহাদ উদ্দিন, বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জিয়া উদ্দিন ও চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী।
আলজেরিয়া রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সায়দানী বলেন, আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আলজেরিয়া। এলএনজিসহ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এদেশে রয়েছে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা। এখানকার এলএনজি গ্যাস এবং সার ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। তাই কৃষি, শিক্ষা, ঔষধ, শিপবিল্ডিং এবং সার উৎপাদন সেক্টরে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান। এছাড়া শিপবিল্ডিং সেক্টরে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে যৌথ বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া।
তিনি বলেন, বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা দিয়ে থাকে আলজেরিয়া। এজন্য বিনিয়োগের ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে উভয়দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপনের উপর গুরুত্বারোপ করেন তিনি।
চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন,মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে রয়েছে ধর্মীয়, সংস্কৃতি ও প্রথাগত অনেক মিল। উভয়দেশের মধ্যে রয়েছে বাণিজ্য, সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত চুক্তি। দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রামে রয়েছে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা। তিনি বাংলাদেশের ১৮০ মিলিয়ন জনসংখ্যার বাজার এবং দক্ষিণ-পূর্বএশিয়ার প্রবেশদ্বার চট্টগ্রামে অবস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিরসরাই অর্থনৈতিক শিল্পাঞ্চলে বিভিন্ন সেক্টরে বিশেষ করে ঔষধ, সার ও শিপবিল্ডিং সেক্টরে একক ও যৌথ বিনিয়োগের আহবান জানান।
অন্যান্য বক্তারা বলেন, শিপবিল্ডিং, কৃষি, সার উৎপাদনে কাঁচামাল এবং এনার্জি খাতে সম্ভাবনার উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান। একই সাথে বাংলাদেশ থেকে আলজেরিয়ায় কৃষি খাতের দক্ষ জনশক্তি ও নার্স রপ্তানির উপর গুরুত্বারোপ করেন।