আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার সাবেক ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের বয়স এখন ৫৪। এ বয়সেও নিজেকে ফ্যাশন-গ্ল্যামারের আইকন হিসাবে ধরে রাখার এক উন্মুক্ত রহস্য আছে। আর সেটি হলো ছোটবেলা থেকেই তিনি ছিলেন ফ্যাশন-সচেতন। স্লোভেনিয়ান-আমেরিকান এ সাবেক ফ্যাশন মডেল এক সময়ের গ্ল্যামারাস জীবন ছেড়ে ওভাল অফিসের রাজনৈতিক পরিমণ্ডলে নিজেকে আবদ্ধ করেছেন ভালোবাসার কারণেই। এতটা ফ্যাশন-সচেতন হওয়া সত্ত্বেও মেলানিয়া তার পূর্বসূরিদের তুলনায় ছিলেন নিভৃতচারী। এ কারণে তাকে ‘রহস্যময়’ নারী হিসাবেও আখ্যা দেওয়া হয়েছিল।
শৈশবে কারখানার শ্রমিকদের অন্যান্য শিশুর মতো ফ্যাশন শোতে অংশ নিতেন মেলানিয়া। তখন থেকেই ফ্যাশন মডেলিংয়ের প্রতি তার আগ্রহ প্রকট হয়। আর ওই বয়স থেকেই নিজের পোশাকের ডিজাইন নিজে করে সেলাইও করতেন। শুধু তাই নয়, পড়াশোনার ক্ষেত্রেও এ মাধ্যমটিকে প্রাধান্য দিয়েছিলেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে লুব্লজানার সেকেন্ডারি স্কুল ফর ডিজাইন অ্যান্ড ফটোগ্রাফিতে ভর্তি হন। কারণ তার স্বপ্ন ছিল বিশ্বব্যাপী ফ্যাশনের নতুন এক্সপোজার তৈরি করা। উনিশ বছর বয়সে এ বিষয়ে স্নাতক শেষ করেন তিনি। এরপরের মেলানিয়া তো ইতিহাস। একের পর এক ফ্যাশন মডেলিংয়ে অংশ নিয়ে বনে যান আমেরিকার একজন প্রতিষ্ঠিত মডেল।
গত কয়েক বছর নিজেকে এ মাধ্যম থেকে গুটিয়ে রাখলেও ২০১৭ সালের মতো এবারের নির্বাচনেও নিজের ফ্যাশনচিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন নিজের পোশাকে। ৫ নভেম্বর নির্বাচনে বিপুল জয়ের পর আয়োজিত অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন তার সবচেয়ে পছন্দের পোশাক ডিওর স্যুটে। ধূসর রঙের এ পোশাকের নাম দিয়েছেন ফ্লোটাস। এর আগে তিনি ভোট দিতে গিয়ে পরেছেন ধূসরের কাছাকাছি রঙের আরেকটি ডিওর ব্র্যান্ডের লং ফ্রক। এটাতে তাকে আরও গর্জিয়াস লাগছিল। ধূসর তার প্রিয় রং হলেও কটকটা রঙিন পোশাকও তিনি পরে থাকেন বিশেষ অনুষ্ঠানগুলোতে। ২০১৭ সালের ২০ জানুয়ারি যখন ট্রাম্প তার প্রথম মেয়াদে আমেরিকার ক্ষমতা গ্রহণ করেন, তখন পরেছিলেন রাল্ফ লরেন ব্র্যান্ডের হালকা আকাশি রঙের গাউন স্যুট। ২০২০ সালের ২৭ আগস্ট রিপাবলিকান জাতীয় সম্মেলন অনুষ্ঠানে পরেছিলেন টিয়া রঙের হাতাকাটা ফ্রক।