স্পোর্টস ডেস্ক: এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল পার্থে কখনো টেস্ট হারেনি। বর্ডার-গাভাস্কার সিরিজ শুরুর আগে এই আলোচনাটা হচ্ছিল বেশ জোরেশোরেই। মাঠে নামার পর অস্ট্রেলিয়ার দাপটের সেই প্রতিচ্ছবি ফুটে উঠেছিল। ভারতকে তারা গুঁড়িয়ে দিয়েছিল ১৫০ রানে। কিন্তু ভারত তো হাল ছাড়ার দল নয়। বোলিংয়ে জবাব দিলো তারাও।
অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে আটকে ফেললো ১০৪ রানে। এরপর ব্যাটিংয়ে দুর্দান্ত কামব্যাকে একচ্ছত্র দাপট দেখালো। ৬ উইকেটে তুললো ৪৮৭ রান। যে দাপটে দ্বিতীয় ইনিংসে জবাব দেওয়ার শক্তিটাই পেল না অস্ট্রেলিয়া। ৫৩৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় ২৩৮ রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। প্রথম দল হিসেবে পার্থের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে প্রথম হারের তিক্ত স্বাদ দিলো ভারত। ২৯৫ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৩, মোট ৮ উইকেট নিয়ে ভারতের জয়ের নায়ক রোহিত শর্মার পরিবর্তে এই টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া জসপ্রিত বুমরাহ। প্রথম ইনিংসে তার বোলিং ম্যাচের মোড় পাল্টে দেয়। তবে দ্বিতীয় ইনিংসে ওপেনার যশস্বী জয়সওয়ালের ১৬১ ও বিরাট কোহলির শতরানে ভারত রানের পাহাড় গড়ে। সঙ্গে লোকেশ রাহুলের ৭৭ ছিল চেরি অন দ্য টপ।
অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের বিশাল লক্ষ্য দিয়ে গতকাল তৃতীয় দিনের শেষ বিকেলে ৩ উইকেট নিয়ে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল ভারত। আজ চতুর্থ দিনে তারা অপেক্ষায় ছিল ৭ উইকেটের। এজন্য তাদের অপেক্ষা করতে হয় তৃতীয় সেশন পর্যন্ত।
অস্ট্রেলিয়ার ব্যাটম্যানদের হতাশার দিনে কেবল মাথা তুলে লড়াই করেন ট্রেভিস হেড। বাঁহাতি ব্যাটসম্যান ভারতের বোলারদের আরো একবার ভুগিয়ে ৮৯ রানের ইনিংস খেলেন। সেঞ্চুরি মিস করলেও ভারতের জয়কে দীর্ঘয়িত করেন তিনি। এছাড়া মার্শ ৪৭ ও ক্যারির ব্যাট থেকে আসে ৩৬ রান যা পরাজয়ের ব্যবধান কমিয়ে আনতে বড় ভূমিকা রাখে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় অসাধারণ অর্জনে নাম লিখিয়েছে ভারত। বুমরাহর সঙ্গে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। ২ উইকেট পেয়েছেন ওয়াসিংটন সুন্দর। ১টি করে শিকার করেছেন হারসিত রানা ও নিতিশ কুমার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। ২০০৮ সালে তারা মোহালিতে অস্ট্রেলিয়াকে ৩২০ রানে হারিয়েছিল। এবারের ব্যবধান ২৯৫। এছাড়া দেশের বাইরে সব মিলিয়ে তাদের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।
ওয়েস্ট ইন্ডিজকে ২০১৯ সালে ৩১৮ রানে, শ্রীলঙ্কাকে ২০১৭ সালে ৩০৪ রানে হারিয়েছিল ভারত। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ইংল্যান্ডকে ছাড়িয়ে সবচেয়ে বেশি জয় এখন ভারতের। ৫২ ম্যাচে তাদের জয় ৩১টি। ইংল্যান্ডের ৬২ ম্যাচে জয় ৩০টি।