প্রেস বিজ্ঞপ্তি: রাঙ্গুনিয়া সমিতি চট্টগ্রামের আহ্বায়ক কমিটির এক সভা গতকাল রবিবার (১৭ নভেম্বর) সন্ধায় আহ্বায়ক কমিটির প্রবীণ সদস্য আলহাজ্ব নুরুল আলমের সভাপতিত্বে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।এতে সমিতিকে পুনর্গঠন করে নতুন মাত্রায় সকল আজীবন সদস্যদেরকে নিয়ে সাধারণ সভার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, ইতিপূর্বে একটি মহল ক্ষমতার দাপটে নিয়মিত আহ্বায়ক কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমিতিকে কুক্ষিগত করে নিজের খেয়াল খুশিমতো পরিচালনা করেছিল।
বক্তারা আরো বলেন,সকল দল-মত নির্বিশেষে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে “রাঙ্গুনিয়া সমিতি চট্টগ্রাম” রাঙ্গুনিয়াবাসীর কল্যাণে কাজ করে যাওয়ার জন্য উপস্থিত সকলেই ঐক্যমত পোষণ করেন এবং সকল আজীবন সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন নুরুল আলম,ওমর ফারুক চৌধুরী, নুরুল আজিম বাবুল,অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ,এমদাদুল আজিজ চৌধুরী, মাহবুবূল হক, নজরুল ইসলাম ও আনোয়ারুল ইসলাম বাবুল প্রমুখ।