আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় আওয়ামী লীগ নেতা মোঃ নাছির ওরফে তুফান নাছিরের (৬০) দায়ের কোপে স্থানীয় এক চায়ের দোকানদার গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১৩) নভেম্বর রাতে বৈরাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটককৃত নাছির বৈরাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি আনোয়ারা উপজেলা যুবদলের সভাপতি হারেছ আহমেদের বড় ভাই। নাছির স্থানীয় আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে ২০২০ সালের ২০ অক্টোবর বিএনপির মিছিলে হামলার অভিযোগ রয়েছে। এতে সরকার পতনের পরে গত (৭) অক্টোবর এক বিএনপি নেতার করা মামলায় তার নামও রয়েছে।
সেনাবাহিনী সুত্রে জানায়, বুধবার বৈরাগ ইউনিয়নের চায়ের দোকানদার দেলোয়ার তার পাওনা টাকা নাছিরের কাছে চাইলে সে প্রথমে গালিগালাজ করে। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দেশিয় অস্ত্র দা দিয়ে দেলোয়ারকে কোপ মারে এতে করে সে গুরুত্বর আহত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়। অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত নাছিরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত সাংবাদিকদের জানান, পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে দায়ের কোপ দিয়ে আহত করার ঘটনায় প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে।পরে তাকে আইনী প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।