আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিযনের হাজিগাঁও এলাকায় অভিযানে মো. জসিম (৪১) প্রকাশ পিচ্চি জসিমকে আটক করেছে যৌথ বাহিনী।
আটকের পর রবিবার (১০ নভেম্বর) সকালে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার রাতে উপজেলার বারখাইন দক্ষিণ হাজিগাঁও নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার বাড়ি থেকে দেশিয় দা, ছুরি, রামদা ও কিছু মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানায়, জসিম দেয়াং পাহাড়ে অবস্থান করে একটি ডাকাতি দল ঘটন করে। তার নেতৃত্বে এলাকায় মাদক, ইয়াবা ব্যবসা, ছিনতাই ও ডাকাতি চলত। এলাকার লোকজন অতীষ্ট হয়ে কয়েকদিন আগে তাকে গ্রেপ্তারে মানববন্ধনও করেছে। যৌথ বাহিনীর অভিযানে পিচ্চি জসিমের আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, জসিমকে যৌথ বাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।