বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীর সাধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাধনপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাধনপুরের সাবেক চেয়ারম্যান মরহুম হাবিব উল্লাহ চৌধুরীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, সাধনপুরের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরীকে মামলার ভিত্তিতে আটক করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Post Views: 77