কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ সব মহলকে ম্যানেজ করে অনেকটা দাপটের সঙ্গেই লুটের এই মহোৎসবে মেতেছেন আওয়ামী লীগের প্রভাবশালী বালুদস্যুরা। অনেকটা নির্বিঘ্নেই দিনে-রাতে সমান তালে সেলু মেশিন দিয়ে চলছে ফসলি জমির বুক চিরে অবৈধভাবে বালু উত্তোলন। এতে করে শত শত হেক্টর কৃষি জমি বিনষ্ট হচ্ছে। ফলে কমতে শুরু করেছে খাদ্য উদ্বৃত্ত।
সরেজমিনে দেখা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও নামক স্থানে ৮/১০টি স্থানে ড্রেজার মেশিন বসিয়ে নির্বিকারে বালু উত্তোলনের চিত্র দেখা গেছে।
স্থানীয় কৃষকরা অভিযোগ জানান, সেলু মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে নির্বিকারে বালু উত্তোলন করে চলেছে। সিন্ডিকেট তৈরি করে সেলু মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আং ছালাম ও রুহেল সহ কয়েকজন। কৃষি জমি ও বসতভিটাও পড়েছে হুমকির মুখে। পাশপাশি মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের মানুষেরা। অসাধু বালু ব্যবসায়ীরা ক্ষমতাসীন ব্যক্তি ও প্রশাসনকে ম্যানেজ করে সমসের নগর মৌজার বেশ কিছু স্থানে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। বিদ্যমান পরিস্থিতিতে ওইসব স্থানে ড্রাম ট্রাক, ট্রাক্টরের সারিবদ্ধভাবে আনা-নেয়ার লম্বা লাইন দেখে যে কারো মনে হবে যেন অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, ওই এলাকায় পাওয়া বালু নির্মাণ কাজের জন্য বিশেষ উপযোগী হওয়ায় এবং দাম কম হওয়ায় স্থানীয়ভাবে ভালো চাহিদা রয়েছে। এ জন্য প্রশাসনের ছত্রছায়ায় গ্রামের প্রভাবশালী একটি চক্র কৃষি জমি থেকে বেপরোয়াভাবে বালু উত্তোলন করছেন।কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে বালু তোলায় কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। শঙ্কা দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের।
এ ঘটনার প্রতিকার চেয়ে গত শনিবার কোম্পানীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। তবে এখনো বন্ধ হয়নি বালু উত্তোলন।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় বালুর দাম কম হওয়ায় স্থানীয়ভাবে ভালো চাহিদা রয়েছে। এ জন্য ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় গ্রামের প্রভাবশালী একটি চক্র কৃষিজমি থেকে বেপরোয়াভাবে বালু উত্তোলন করছেন। ড্রেজার মালিক ও বালুখেকোদের কারণে হুমকির মুখে পড়েছে বিপুল সংখ্যক কৃষি জমি। সরকারি পাকারাস্তা সহ কৃষি জমি ঘেঁষা পাকা রাস্তার লাগোয়া থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে গভীর করে বালু ও মাটি উত্তোলন করায় পাড় ভেঙে কৃষি জমিগুলো এখন ভাঙনের মুখে পড়েছে। এতে করে তাদের মালিকানা কৃষি জমি নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে অনেক কৃষক। ইতোমধ্যে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ কৃষি জমি রক্ষায় জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী কৃষকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন গ্রামবাসী জানান, গ্রামবাসী বেশ কয়েকবার অভিযুক্তদের এ কাজে বাধা দিলেও তারা উল্টো কৃষি জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে আসছে। তারা কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।