আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ফায়াদ আল-রুওয়াইলি রোববার (১০ নভেম্বর) তেহরান সফর করবেন। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

ইরানের সংবাদমাধ্যম বলছে, সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ফায়াদ বিন হামেদ আল-রুওয়াইলি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ হোসেইন বাঘেরির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, প্রতিরক্ষা সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন।

ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়ার পর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

ট্রাম্প প্রথম মেয়াদে ট্রাম্প আরব দেশগুলো এবং ইরানের আঞ্চলিক চিরশত্রু ইসরায়েলের মধ্যে স্বাভাবিকীকরণের উদ্যোগ নেন, যা ‘আব্রাহাম চুক্তি’ নামে পরিচিত।

সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন না করলেও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গত কয়েক বছরে একাধিকবার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

প্রসঙ্গত, তেহরান ও রিয়াদ ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতার মাধ্যমে সাত বছরের বৈরিতার পর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয়।

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ফায়াদ আল-রুওয়াইলি রোববার (১০ নভেম্বর) তেহরান সফর করবেন। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

ইরানের সংবাদমাধ্যম বলছে, সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ফায়াদ বিন হামেদ আল-রুওয়াইলি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ হোসেইন বাঘেরির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, প্রতিরক্ষা সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন।

ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়ার পর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

ট্রাম্প প্রথম মেয়াদে ট্রাম্প আরব দেশগুলো এবং ইরানের আঞ্চলিক চিরশত্রু ইসরায়েলের মধ্যে স্বাভাবিকীকরণের উদ্যোগ নেন, যা ‘আব্রাহাম চুক্তি’ নামে পরিচিত।

সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন না করলেও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গত কয়েক বছরে একাধিকবার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

প্রসঙ্গত, তেহরান ও রিয়াদ ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতার মাধ্যমে সাত বছরের বৈরিতার পর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয়।