মো. কামাল উদ্দিন, বিশেষ প্রতিবেদক:  অবশেষে দীর্ঘ ১০ বছরের লড়াই ও অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রামের ৬৪টি মিথ্যা মামলার ৩৮৩৮ জন রাজনৈতিক নেতা-কর্মীকে মিথ্যা মামলার জাল থেকে মুক্তি দিয়েছেন চট্টগ্রামের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নজরুল ইসলাম। এই নেতা-কর্মীদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকার রাজনৈতিক প্রতিহিংসামূলক উদ্দেশ্যে ৬৪টি কাল্পনিক ঘটনার ভুয়া মামলা দায়ের করেছিল বলে অভিযোগ রয়েছে।

মামলাগুলির দীর্ঘসূত্রিতা, বারংবার হাজিরা এবং একাধিক আইনি বাঁধার কারণে এই ব্যক্তিরা শুধু আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত হননি; তাদের পারিবারিক ও সামাজিক জীবনও গভীরভাবে প্রভাবিত হয়েছে।

মামলার প্রেক্ষাপট ও রাজনৈতিক প্রভাব ২০১৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দায়েরকৃত মামলাগুলি, যা পরে আরও জটিল হয়ে ওঠে, রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধ করার একটি প্রচেষ্টা হিসেবে ব্যবহৃত হয়েছে বলে অনেকে দাবি করেন। এই ধরনের মামলায় দীর্ঘকাল ধরে আটক থাকা অভিযুক্তদের জীবন ও জীবিকা শুধু হুমকির মুখে পড়েনি, বরং তাদের পরিবারের ওপরও তীব্র প্রভাব ফেলেছে।

অভিযোগ রয়েছে যে, রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করতে এবং তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে এসব মামলা দায়ের করা হয়েছিল।

মানবিক বিচার ও মামলার নিষ্পত্তি চট্টগ্রামের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নজরুল ইসলাম এই মামলাগুলির মানবিক ও সামাজিক দিক গুরুত্ব সহকারে বিবেচনা করে এক ঐতিহাসিক রায়ে ৬৪ টি মামলার ৩৮৩৭ জন রাজনৈতিক কর্মীকে মুক্তির নির্দেশ দেন। রায়ের ফলে অভিযুক্তরা তাদের হারানো স্বাধীনতা এবং মর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হবেন বলে ধারণা করা হচ্ছে। বিচারক কাজী নজরুল ইসলাম মামলাগুলির দীর্ঘসূত্রিতা এবং বিচারপ্রার্থীদের মানবিক দুর্ভোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মুক্তি প্রদান করেন, যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক উদাহরণ হয়ে থাকবে।

মানবাধিকার লঙ্ঘন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্তনাদ ১০ বছরের এই দীর্ঘকালীন সময়ে অভিযুক্তরা পরিবার-পরিজন নিয়ে এক অস্বাভাবিক এবং মানসিকভাবে যন্ত্রণাময় জীবন কাটিয়েছেন। অনেকের পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে গিয়েছিল, ফলে সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। মামলা পরিচালনার খরচ, প্রতিনিয়ত হাজিরা দেওয়ার ঝক্কি এবং বারবার আদালতে উপস্থিতির কারণে তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। কিছু ক্ষেত্রে তাদের সামাজিক ভাবে অবহেলিত হতে হয় এবং পারিবারিক সম্পর্কে ফাটল দেখা দেয়। এই মুক্তির মাধ্যমে তারা পুনরায় স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। বিচার বিভাগের প্রতি আস্থা ও ভবিষ্যতের প্রত্যাশা এই রায় দেশের বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা পুনর্বহাল করবে এবং রাজনৈতিক ভাবে মিথ্যা মামলা দিয়ে কাউকে হেনস্তা করার যে সংস্কৃতি চালু হয়েছে, তার বিরুদ্ধে সতর্ক সংকেত হিসেবে কাজ করবে।

বিশেষজ্ঞদের মতে, দেশের বিচার বিভাগ যদি রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করে, তাহলে এ ধরনের ঘটনা কমে আসবে এবং সত্যিকার ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে। এই রায়ের পর বিচার বিভাগের মানবিক ভূমিকা এবং গণমানুষের প্রতি ন্যায়বিচারের দায়বদ্ধতা আরও সুস্পষ্ট হয়ে উঠেছে।

এ ঘটনার পর জনগণের প্রত্যাশা, ভবিষ্যতে কোনো সরকারের অধীনে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে কাউকে আর মিথ্যা মামলার দায়ে প্রতিহত হতে হবে না এবং প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করে আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।এই ঐতিহাসিক রায় দেশের আইনের শাসন ও গণতন্ত্রের প্রতি এক নতুন আস্থা সৃষ্টি করেছে। দেশবাসী আশা করছে, ভবিষ্যতে এ ধরনের ন্যায়ভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে বিচার বিভাগ অন্যায় প্রতিরোধে সাহসী ভূমিকা পালন করবে।

কাজী শহীদুল ইসলাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক নিস্পত্তিকৃত বিগত আওয়ামীলীগ সরকারের আমলে দায়েরকৃত রাজনৈতিক মামলা সমূহের তালিকা সমুহ-

মামলা নম্বার সীতাকুণ্ড থানা মামলা নং-২৬(১১)২০১৩ জি.আর-৪১৮/২০১৩। মামলার ধারা ১৪৯/১৮৬/৩৩২/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৭/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্যসহ আসামীর সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা মো: আসলাম চৌধুরীসহ ৭৪ জন।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ৩০(১১)২০১৩ জি. আর-৪২২/২০১৩। মামলার ধারা ১৪৯/১৮৬/৩৩২/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৮/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা মো: আসলাম চৌধুরী সহ ৯০ জন।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ১৩(২)২০১৩ জি.আর-২৬/২০১৩। ম… নিষ্পত্তির তারিখ ১৩/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১২ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ২৮(১২)২০১৮ জি.আর-৩৫৬/২০১৮। মামলার ধারা ১৪৯/১৮৬/৩৩২/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৩/০৮/২০১৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৯ ধারা মতে রিলিজ। মন্তব্য সহ আসামির সংখ্যা ৪২ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ৪৫(১২)২০১৩ জি.আর-৪৮৬/২০১৩। মামলার ধারা ১৮৬/৩৫৩/৪৩৫ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির নেতা মো. আসলাম চৌধুরী সহ ৬১ জন।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ৪০(১১)২০১৩ জি.আর-৪৩২/২০১৩। মামলার ধারা ৪৪৮/৪২৭/৪৩৬ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৯ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

বাঁশখালী থানা মামলা নং- ০১(০৩)২০১৩ জি.আর-৫৩/২০১৩। মামলার ধারা ১৪৭/৩৫৩/৪৩৬/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৮/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১৪০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ৪৫(১১)২০১৩ জি.আর-৪৩৭/২০১৩। মামলার ধারা ১৪৯/৩৫৩/৩৩৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৯/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা মো. আসলাম চৌধুরী সহ ৪৬ জন।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ১২(৩) ২০১৩ জি. আর-৩৯/২০১৩। মামলার ধারা ১৪৭/২৯৫/১৫৩(১) দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২০/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৭ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর জি.আর-৬৭/২০১৭ সন্দীপ। মামলার ধারা ১৮৬/৩৩২/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২১/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৪ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

নিষ্পত্তির তারিখ ২৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১৬৩ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর জোরারগঞ্জ থানা মামলা নং- ৪(০৯) ২০১৭ জি.আর-২৭২/২০১৭। মামলার ধারা ১৪৯/৩৩২/৩৫৩/৩৪ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৬৪ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ০১(০২) ২০১৪ জি.আর-১৭/২০১৪(ক)। মামলার ধারা ৩৩৩/৩৫৩/৪২৭/১০৯ দন্ড বিধি।। নিষ্পত্তির তারিখ ২৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১৫১ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ১৬(১১) ২০১৩ জি.আর-৪০৮/২০১৩। মামলার ধারা ১৪৯/১৮৬/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস।। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা মো. আসলাম চৌধুরী সহ ৪২ জন।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ২৮(১১) ২০১৩ জি.আর-৪২০/২০১৩। মামলার ধারা ১৪৯/৪৩৫/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা মো. আসলাম চৌধুরী সহ ২৫ জন।

নিষ্পত্তির তারিখ ২৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৮০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সন্দীপ থানা মামলা নং- ০১(০২)২০১৮ জি.আর-১৪/১৮(ক)। মামলার ধারা ১৪৯/৪২৭/১০৯/৩৪ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৭/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৩৬ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

জোরারগঞ্জ থানা মামলা নং- ২৯(১০) ২০১৮ জি.আর-৩৫৫/২০১৮। মামলার ধারা ১৪৩/৩৪১/৩২৩/৫০৬ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৭/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৩৭ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ১৮(১২) ২০১৮ জি.আর-৩৪৬/২০১৮। মামলার ধারা ৪৩৬/৩৪ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৭/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৫ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ২১(১২) ২০১৮ জি.আর-৩৪৩/২০১৮। মামলার ধারা ৩২৩/৩৩৩/৪৩৬/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৯/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ১৬(০৭) ২০১৭ জি.আর-১৮৯/২০১৭। মামলার ধারা ১৪৯/৩৩২/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০১/০৯/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৩০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সন্দীপ থানা মামলা নং- ১১(১০) ২০১৮ জি.আর-১৭০/২০১৮। মামলার ধারা ১৪৮/৩২৩/৩০৭/১০৯ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০১/০৯/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৯ ধারা মতে রিলিজ। মন্তব্য সহ আসামির সংখ্যা ৩৮ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।।

বোয়ালখালী থানা মামলা নং- ৩৩(০৭) ২০১৬ জি.আর-১৬৩/২০১৬। মামলার ধরন ১৪৯/৩৪১/১৮৬/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০২/০৯/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৩ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ০৩(০২) ২০১৮ জি.আর-২৭/২০১৮। মামলার ধারা ১৪৯/৪২৭/১০৯ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৩/০৯/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ১১(০১) ২০১৫ জি.আর-১১/২০১৫। মামলার ধারা ১৮৬/৩৩২/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৩/০৯/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৯ ধারা মতে রিলিজ। মন্তব্য সহ আসামির সংখ্যা ৮০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ১২(০১) ২০১৫ জি.আর-১২/২০১৫। মামলার ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭/১০৯/৩৪ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৩/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪১ এ ধারা মতে অব্যাহতি। মন্তব্য সহ আসামির সংখ্যা ২১৯ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর জোরারগঞ্জ থানা মামলা নং- ১১(১২) ২০১৮ জি.আর-৪০০/২০২১৮। মামলার ধারা ৪২৭/৪৩৬/৫০৬ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৪/০৯/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫ ধারা মতে খালাস।। মন্তব্য সহ আসামির সংখ্যা ৪৩ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর বাঁশখালী থানা মামলা নং- ০৮(১২) ২০১৩ জি.আর-৩০২/২০১৩। মামলার ধারা ১৪৩/৩৮০/৪৩৬ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৪/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫ ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২২ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ০২(১) ২০১৫ জি.আর-০২/২০১৫। মামলার ধারা ১৪৯/৪২৭/৪৩৬ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৪/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৭ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর রাউজান থানা মামলা নং- ০৭(০২) ২০১৮ জি.আর-২৩/২০১৮। মামলার ধারা ১৪৯/১৮৬/৪২৭/১০৯ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৪/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ ৩৯ জন।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ১০(১২) ২০১৩ জি.আর-৩২২/২০১৩(ক)। মামলার ধারা ১৪৩/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ তারিখ ০৪/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১৭৭ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর জোরারগঞ্জ থানা মামলা নং- ০৬(১০) ২০১৭ জি.আর-৩০৮/২০১৭। মামলার ধারা ১৮৬/১৪৯/৩৩২ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৫/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১৪২ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ০৯(০৩) ২০১৩ জি.আর-৩৬/২০১৩। মামলার ধারা ৩৩২/৩৫৩/৩০৭/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৮/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৮ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ১৬(১২) ২০১৮ জি.আর-৩৩৮/২০১৮। মামলার ধারা ১৪৭/১৪৮/১৪৯/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১০/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪১এ ধারা মতে অব্যাহতি। মন্তব্য সহ আসামির সংখ্যা ৫১ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ১৭(১২) ২০১৮ জি.আর-৩৩৯/২০১৮। মামলার ধারা ১৪৭/১৪৮/১৪৯/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১০/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪১এ ধারা মতে অব্যাহতি। মন্তব্য সহ আসামির সংখ্যা ২০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ১৮(১২) ২০১৮ জি.আর-৩৪০/২০১৮। মামলার ধারা ১৪৭/১৪৮/১৪৯/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১০/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪১এ ধারা মতে অব্যাহতি। মন্তব্য সহ আসামির সংখ্যা ২০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ০৪(০২) ২০১৫ জি.আর-৩৩/২০১৫। মামলার ধারা ১৪৯/১৮৬/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১০/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৮৮ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর ফটিকছড়ি থানা মামলা নং- ২৩(৫) ২০১৮ জি.আর-৮৬/২০১৮। মামলার ধারা ১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩০৭/৫০৬ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১২/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪১-এ ধারা মতে অব্যাহতি। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ ২১ জন।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ২৬(১২) ২০১৮ জি.আর-৩৫৪/২০১৮। মামলার ধারা ৩৩২/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৫/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৩৮ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী। ক্র:নং ৪৫/ মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ৩৮(১১)২০১৩ জি.আর-৪৩০/২০১৩। মামলার ধারা ১৪৩/৩৫৩/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৬/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৩ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর জি.আর-২০১/২০১৪(বি) (হাটহাজারী)। মামলার ধারা ১৮৬/১৪৯/৪২৭/৩৩২ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০১/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৯ ধারা মতে রিলিজ। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৪ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ২১(০১) ২০১৫ জি.আর-২১/২০১৫। মামলার ধারা ১৪৮/১৪৯/৪৩৫/৪২৭/১০৯ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৫/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৬১ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ৪৩(১২) ২০১৩ জি.আর-৪৮৪/২০১৩। মামলার ধারা ১৮৬/৩৫৩/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৫/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৮৯ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ১৮(১২) ২০১৩ জি.আর-৪৫৯/২০১৩। মামলার ধারা ১৮৬/৩৫৩/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৫/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৬২ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ৩১(১১) ২০১৩ জি.আর-৪২৩/২০১৩। মামলার ধারা ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৪১/১৮৬/৩৫৩/৪৩৫/১০৯ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৫/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা আসলাম চৌধুরী সহ ৪২ জন।

৫২. মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ২০(১২) ২০১৮ জি.আর-৩৪২/২০১৮। মামলার ধারা ১৪৯/৩৩২/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৭/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১৯ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ০১(০৩) ২০১৩ জি.আর-২৮/২০১৩। মামলার ধারা ১৪৯/৩৩৩/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৭/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১৭০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর বাঁশখালী থানা মামলা নং- ২২(০১) ২০১৩ জি.আর-২২/২০১৩। মামলার ধারা ১৪৩/৪৪৭/৩৩২/৩৫৩ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৭/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৭৪ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর বাঁশখালী থানা মামলা নং- ৩৭(১২) ২০১৮ জি.আর-৩৪১/২০১৮। মামলার ধারা ৩৩২/৩৫৩/৩০৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৭/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৪৬ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ১৩(০৯) ২০১৩। মামলার ধারা ১৮৬/৩৩২/৩৫৩/৩০৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৭/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৯ ধারা মতে রিলিজ। মন্তব্য সহ আসামির সংখ্যা ১০০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ২৯(১১) ২০১৩ জি.আর-৪২১/২০১৩। মামলার ধারা ১৪৯/১৮৬/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২০/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী সহ ৪০ জন।।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ১৭(১১) ২০১৩ জি.আর-৪০৯/২০১৩। মামলার ধারা ১৪৯/৩৫৩/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২০/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী সহ ৪৯ জন।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ১৪(১১) ২০১৩ জি.আর-৪০৬/২০১৩। মামলার ধারা ১৪৩/৪৩৫/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২০/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী সহ ৫৬ জন।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ২৭(১১) ২০১৩ জি.আর-৪১৯/২০১৩। মামলার ধারা ১৪৩/৩৫৩/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২০/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী সহ ৫৪ জন।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ১০(০১) ২০১৪ জি.আর-১০/২০১৪। মামলার ধারা ১৪৯/১৮৬/৩৫৩/৪২৭/৪৩৫ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২০/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৪৭ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ১০(০১) ২০১৪ (খ)। মামলার ধারা গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর ৮১ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২০/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৫৬ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ৫৫(০৮) ২০১৫ জি.আর-৩১৯/২০১৫। মামলার ধারা ৩৩২/৩৫৩/৩২৬/৩০৭/৩৪ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২১/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। ১৮ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ০৪(০১) ২০১৪ জি.আর-০৪/২০১৪। মামলার ধারা ১৪৯/৩৩৩/৩৫৩/৪৩৫ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২১/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য বিরোধী দলীয় নেতাকর্মী। ৬৪ টি মামলায় বিএনপি সহ বিরোধী দলীয় মোট ৩৮৩৮ জন নেতা কর্মীদের খালাস প্রদান করা হয়।।

শেখ হাসিনার কঠোর শাসন ও তোষামোদকারিদের নির্লজ্জ আনুগত্য বাংলাদেশের রাজনীতিতে এক বিষাদময় অধ্যায় তৈরি করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, নির্যাতন ও হয়রানির মাধ্যমে ভয় দেখিয়ে শাসন করার যে সংস্কৃতি শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছেন, তা শুধু বিরোধীদের কণ্ঠরোধেই থেমে থাকেনি; বরং এসব তোষামোদকারিরা তাকে খুশি করার জন্য আরো বাড়তি কঠোরতার আশ্রয় নিয়েছে। কালের চক্রে এখন সেই তোষামোদকারিরাই মামলার আসামি হচ্ছে, এবং এখন তারা অনুভব করছে সেই তীব্র যন্ত্রণা, যা একসময় বিরোধীরা সহ্য করেছিল। তবে, সত্য-মিথ্যা বিচারের ভার আইন আদালতের; তবে পরিস্থিতির এমন বদল যে মিথ্যার আশ্রয়ে একসময় যাদের কণ্ঠরোধ করা হয়েছিল, তাদের মতোই আজকের ক্ষমতাসীনরা হয় পলাতক, নয়তো দিশেহারা।

কালের চক্রে তাই সত্য প্রতিধ্বনিত হয়-যে যন্ত্রণা অন্যকে দেয়া হয়, তা একসময় নিজের জীবনেও ফিরে আসে।

মো. কামাল উদ্দিন, বিশেষ প্রতিবেদক:  অবশেষে দীর্ঘ ১০ বছরের লড়াই ও অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রামের ৬৪টি মিথ্যা মামলার ৩৮৩৮ জন রাজনৈতিক নেতা-কর্মীকে মিথ্যা মামলার জাল থেকে মুক্তি দিয়েছেন চট্টগ্রামের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নজরুল ইসলাম। এই নেতা-কর্মীদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকার রাজনৈতিক প্রতিহিংসামূলক উদ্দেশ্যে ৬৪টি কাল্পনিক ঘটনার ভুয়া মামলা দায়ের করেছিল বলে অভিযোগ রয়েছে।

মামলাগুলির দীর্ঘসূত্রিতা, বারংবার হাজিরা এবং একাধিক আইনি বাঁধার কারণে এই ব্যক্তিরা শুধু আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত হননি; তাদের পারিবারিক ও সামাজিক জীবনও গভীরভাবে প্রভাবিত হয়েছে।

মামলার প্রেক্ষাপট ও রাজনৈতিক প্রভাব ২০১৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দায়েরকৃত মামলাগুলি, যা পরে আরও জটিল হয়ে ওঠে, রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধ করার একটি প্রচেষ্টা হিসেবে ব্যবহৃত হয়েছে বলে অনেকে দাবি করেন। এই ধরনের মামলায় দীর্ঘকাল ধরে আটক থাকা অভিযুক্তদের জীবন ও জীবিকা শুধু হুমকির মুখে পড়েনি, বরং তাদের পরিবারের ওপরও তীব্র প্রভাব ফেলেছে।

অভিযোগ রয়েছে যে, রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করতে এবং তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে এসব মামলা দায়ের করা হয়েছিল।

মানবিক বিচার ও মামলার নিষ্পত্তি চট্টগ্রামের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নজরুল ইসলাম এই মামলাগুলির মানবিক ও সামাজিক দিক গুরুত্ব সহকারে বিবেচনা করে এক ঐতিহাসিক রায়ে ৬৪ টি মামলার ৩৮৩৭ জন রাজনৈতিক কর্মীকে মুক্তির নির্দেশ দেন। রায়ের ফলে অভিযুক্তরা তাদের হারানো স্বাধীনতা এবং মর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হবেন বলে ধারণা করা হচ্ছে। বিচারক কাজী নজরুল ইসলাম মামলাগুলির দীর্ঘসূত্রিতা এবং বিচারপ্রার্থীদের মানবিক দুর্ভোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মুক্তি প্রদান করেন, যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক উদাহরণ হয়ে থাকবে।

মানবাধিকার লঙ্ঘন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্তনাদ ১০ বছরের এই দীর্ঘকালীন সময়ে অভিযুক্তরা পরিবার-পরিজন নিয়ে এক অস্বাভাবিক এবং মানসিকভাবে যন্ত্রণাময় জীবন কাটিয়েছেন। অনেকের পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে গিয়েছিল, ফলে সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। মামলা পরিচালনার খরচ, প্রতিনিয়ত হাজিরা দেওয়ার ঝক্কি এবং বারবার আদালতে উপস্থিতির কারণে তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। কিছু ক্ষেত্রে তাদের সামাজিক ভাবে অবহেলিত হতে হয় এবং পারিবারিক সম্পর্কে ফাটল দেখা দেয়। এই মুক্তির মাধ্যমে তারা পুনরায় স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। বিচার বিভাগের প্রতি আস্থা ও ভবিষ্যতের প্রত্যাশা এই রায় দেশের বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা পুনর্বহাল করবে এবং রাজনৈতিক ভাবে মিথ্যা মামলা দিয়ে কাউকে হেনস্তা করার যে সংস্কৃতি চালু হয়েছে, তার বিরুদ্ধে সতর্ক সংকেত হিসেবে কাজ করবে।

বিশেষজ্ঞদের মতে, দেশের বিচার বিভাগ যদি রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করে, তাহলে এ ধরনের ঘটনা কমে আসবে এবং সত্যিকার ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে। এই রায়ের পর বিচার বিভাগের মানবিক ভূমিকা এবং গণমানুষের প্রতি ন্যায়বিচারের দায়বদ্ধতা আরও সুস্পষ্ট হয়ে উঠেছে।

এ ঘটনার পর জনগণের প্রত্যাশা, ভবিষ্যতে কোনো সরকারের অধীনে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে কাউকে আর মিথ্যা মামলার দায়ে প্রতিহত হতে হবে না এবং প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করে আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।এই ঐতিহাসিক রায় দেশের আইনের শাসন ও গণতন্ত্রের প্রতি এক নতুন আস্থা সৃষ্টি করেছে। দেশবাসী আশা করছে, ভবিষ্যতে এ ধরনের ন্যায়ভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে বিচার বিভাগ অন্যায় প্রতিরোধে সাহসী ভূমিকা পালন করবে।

কাজী শহীদুল ইসলাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক নিস্পত্তিকৃত বিগত আওয়ামীলীগ সরকারের আমলে দায়েরকৃত রাজনৈতিক মামলা সমূহের তালিকা সমুহ-

মামলা নম্বার সীতাকুণ্ড থানা মামলা নং-২৬(১১)২০১৩ জি.আর-৪১৮/২০১৩। মামলার ধারা ১৪৯/১৮৬/৩৩২/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৭/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্যসহ আসামীর সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা মো: আসলাম চৌধুরীসহ ৭৪ জন।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ৩০(১১)২০১৩ জি. আর-৪২২/২০১৩। মামলার ধারা ১৪৯/১৮৬/৩৩২/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৮/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা মো: আসলাম চৌধুরী সহ ৯০ জন।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ১৩(২)২০১৩ জি.আর-২৬/২০১৩। ম… নিষ্পত্তির তারিখ ১৩/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১২ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ২৮(১২)২০১৮ জি.আর-৩৫৬/২০১৮। মামলার ধারা ১৪৯/১৮৬/৩৩২/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৩/০৮/২০১৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৯ ধারা মতে রিলিজ। মন্তব্য সহ আসামির সংখ্যা ৪২ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ৪৫(১২)২০১৩ জি.আর-৪৮৬/২০১৩। মামলার ধারা ১৮৬/৩৫৩/৪৩৫ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির নেতা মো. আসলাম চৌধুরী সহ ৬১ জন।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ৪০(১১)২০১৩ জি.আর-৪৩২/২০১৩। মামলার ধারা ৪৪৮/৪২৭/৪৩৬ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৯ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

বাঁশখালী থানা মামলা নং- ০১(০৩)২০১৩ জি.আর-৫৩/২০১৩। মামলার ধারা ১৪৭/৩৫৩/৪৩৬/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৮/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১৪০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ৪৫(১১)২০১৩ জি.আর-৪৩৭/২০১৩। মামলার ধারা ১৪৯/৩৫৩/৩৩৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৯/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা মো. আসলাম চৌধুরী সহ ৪৬ জন।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ১২(৩) ২০১৩ জি. আর-৩৯/২০১৩। মামলার ধারা ১৪৭/২৯৫/১৫৩(১) দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২০/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৭ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর জি.আর-৬৭/২০১৭ সন্দীপ। মামলার ধারা ১৮৬/৩৩২/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২১/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৪ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

নিষ্পত্তির তারিখ ২৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১৬৩ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর জোরারগঞ্জ থানা মামলা নং- ৪(০৯) ২০১৭ জি.আর-২৭২/২০১৭। মামলার ধারা ১৪৯/৩৩২/৩৫৩/৩৪ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৬৪ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ০১(০২) ২০১৪ জি.আর-১৭/২০১৪(ক)। মামলার ধারা ৩৩৩/৩৫৩/৪২৭/১০৯ দন্ড বিধি।। নিষ্পত্তির তারিখ ২৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১৫১ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ১৬(১১) ২০১৩ জি.আর-৪০৮/২০১৩। মামলার ধারা ১৪৯/১৮৬/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস।। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা মো. আসলাম চৌধুরী সহ ৪২ জন।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ২৮(১১) ২০১৩ জি.আর-৪২০/২০১৩। মামলার ধারা ১৪৯/৪৩৫/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা মো. আসলাম চৌধুরী সহ ২৫ জন।

নিষ্পত্তির তারিখ ২৫/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৮০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সন্দীপ থানা মামলা নং- ০১(০২)২০১৮ জি.আর-১৪/১৮(ক)। মামলার ধারা ১৪৯/৪২৭/১০৯/৩৪ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৭/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৩৬ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

জোরারগঞ্জ থানা মামলা নং- ২৯(১০) ২০১৮ জি.আর-৩৫৫/২০১৮। মামলার ধারা ১৪৩/৩৪১/৩২৩/৫০৬ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৭/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৩৭ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ১৮(১২) ২০১৮ জি.আর-৩৪৬/২০১৮। মামলার ধারা ৪৩৬/৩৪ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৭/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৫ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ২১(১২) ২০১৮ জি.আর-৩৪৩/২০১৮। মামলার ধারা ৩২৩/৩৩৩/৪৩৬/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৯/০৮/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ১৬(০৭) ২০১৭ জি.আর-১৮৯/২০১৭। মামলার ধারা ১৪৯/৩৩২/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০১/০৯/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৩০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সন্দীপ থানা মামলা নং- ১১(১০) ২০১৮ জি.আর-১৭০/২০১৮। মামলার ধারা ১৪৮/৩২৩/৩০৭/১০৯ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০১/০৯/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৯ ধারা মতে রিলিজ। মন্তব্য সহ আসামির সংখ্যা ৩৮ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।।

বোয়ালখালী থানা মামলা নং- ৩৩(০৭) ২০১৬ জি.আর-১৬৩/২০১৬। মামলার ধরন ১৪৯/৩৪১/১৮৬/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০২/০৯/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৩ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ০৩(০২) ২০১৮ জি.আর-২৭/২০১৮। মামলার ধারা ১৪৯/৪২৭/১০৯ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৩/০৯/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ১১(০১) ২০১৫ জি.আর-১১/২০১৫। মামলার ধারা ১৮৬/৩৩২/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৩/০৯/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৯ ধারা মতে রিলিজ। মন্তব্য সহ আসামির সংখ্যা ৮০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ১২(০১) ২০১৫ জি.আর-১২/২০১৫। মামলার ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭/১০৯/৩৪ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৩/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪১ এ ধারা মতে অব্যাহতি। মন্তব্য সহ আসামির সংখ্যা ২১৯ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর জোরারগঞ্জ থানা মামলা নং- ১১(১২) ২০১৮ জি.আর-৪০০/২০২১৮। মামলার ধারা ৪২৭/৪৩৬/৫০৬ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৪/০৯/২০২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫ ধারা মতে খালাস।। মন্তব্য সহ আসামির সংখ্যা ৪৩ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর বাঁশখালী থানা মামলা নং- ০৮(১২) ২০১৩ জি.আর-৩০২/২০১৩। মামলার ধারা ১৪৩/৩৮০/৪৩৬ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৪/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫ ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২২ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ০২(১) ২০১৫ জি.আর-০২/২০১৫। মামলার ধারা ১৪৯/৪২৭/৪৩৬ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৪/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৭ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর রাউজান থানা মামলা নং- ০৭(০২) ২০১৮ জি.আর-২৩/২০১৮। মামলার ধারা ১৪৯/১৮৬/৪২৭/১০৯ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৪/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ ৩৯ জন।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ১০(১২) ২০১৩ জি.আর-৩২২/২০১৩(ক)। মামলার ধারা ১৪৩/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ তারিখ ০৪/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১৭৭ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর জোরারগঞ্জ থানা মামলা নং- ০৬(১০) ২০১৭ জি.আর-৩০৮/২০১৭। মামলার ধারা ১৮৬/১৪৯/৩৩২ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৫/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১৪২ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ০৯(০৩) ২০১৩ জি.আর-৩৬/২০১৩। মামলার ধারা ৩৩২/৩৫৩/৩০৭/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০৮/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৮ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ১৬(১২) ২০১৮ জি.আর-৩৩৮/২০১৮। মামলার ধারা ১৪৭/১৪৮/১৪৯/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১০/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪১এ ধারা মতে অব্যাহতি। মন্তব্য সহ আসামির সংখ্যা ৫১ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ১৭(১২) ২০১৮ জি.আর-৩৩৯/২০১৮। মামলার ধারা ১৪৭/১৪৮/১৪৯/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১০/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪১এ ধারা মতে অব্যাহতি। মন্তব্য সহ আসামির সংখ্যা ২০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ১৮(১২) ২০১৮ জি.আর-৩৪০/২০১৮। মামলার ধারা ১৪৭/১৪৮/১৪৯/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১০/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪১এ ধারা মতে অব্যাহতি। মন্তব্য সহ আসামির সংখ্যা ২০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ০৪(০২) ২০১৫ জি.আর-৩৩/২০১৫। মামলার ধারা ১৪৯/১৮৬/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১০/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৮৮ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর ফটিকছড়ি থানা মামলা নং- ২৩(৫) ২০১৮ জি.আর-৮৬/২০১৮। মামলার ধারা ১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩০৭/৫০৬ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১২/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪১-এ ধারা মতে অব্যাহতি। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ ২১ জন।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ২৬(১২) ২০১৮ জি.আর-৩৫৪/২০১৮। মামলার ধারা ৩৩২/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৫/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৩৮ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী। ক্র:নং ৪৫/ মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ৩৮(১১)২০১৩ জি.আর-৪৩০/২০১৩। মামলার ধারা ১৪৩/৩৫৩/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২৬/০৯/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৩ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর জি.আর-২০১/২০১৪(বি) (হাটহাজারী)। মামলার ধারা ১৮৬/১৪৯/৪২৭/৩৩২ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ০১/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৯ ধারা মতে রিলিজ। মন্তব্য সহ আসামির সংখ্যা ২৪ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ২১(০১) ২০১৫ জি.আর-২১/২০১৫। মামলার ধারা ১৪৮/১৪৯/৪৩৫/৪২৭/১০৯ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৫/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৬১ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ৪৩(১২) ২০১৩ জি.আর-৪৮৪/২০১৩। মামলার ধারা ১৮৬/৩৫৩/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৫/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৮৯ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ১৮(১২) ২০১৩ জি.আর-৪৫৯/২০১৩। মামলার ধারা ১৮৬/৩৫৩/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৫/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৬২ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ৩১(১১) ২০১৩ জি.আর-৪২৩/২০১৩। মামলার ধারা ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৪১/১৮৬/৩৫৩/৪৩৫/১০৯ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৫/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা আসলাম চৌধুরী সহ ৪২ জন।

৫২. মামলা নম্বর লোহাগাড়া থানা মামলা নং- ২০(১২) ২০১৮ জি.আর-৩৪২/২০১৮। মামলার ধারা ১৪৯/৩৩২/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৭/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১৯ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ০১(০৩) ২০১৩ জি.আর-২৮/২০১৩। মামলার ধারা ১৪৯/৩৩৩/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৭/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ১৭০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর বাঁশখালী থানা মামলা নং- ২২(০১) ২০১৩ জি.আর-২২/২০১৩। মামলার ধারা ১৪৩/৪৪৭/৩৩২/৩৫৩ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৭/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৭৪ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর বাঁশখালী থানা মামলা নং- ৩৭(১২) ২০১৮ জি.আর-৩৪১/২০১৮। মামলার ধারা ৩৩২/৩৫৩/৩০৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৭/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৪৬ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ১৩(০৯) ২০১৩। মামলার ধারা ১৮৬/৩৩২/৩৫৩/৩০৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ১৭/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৯ ধারা মতে রিলিজ। মন্তব্য সহ আসামির সংখ্যা ১০০ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ২৯(১১) ২০১৩ জি.আর-৪২১/২০১৩। মামলার ধারা ১৪৯/১৮৬/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২০/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী সহ ৪০ জন।।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ১৭(১১) ২০১৩ জি.আর-৪০৯/২০১৩। মামলার ধারা ১৪৯/৩৫৩/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২০/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী সহ ৪৯ জন।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ১৪(১১) ২০১৩ জি.আর-৪০৬/২০১৩। মামলার ধারা ১৪৩/৪৩৫/৩৫৩/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২০/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী সহ ৫৬ জন।

মামলা নম্বর সীতাকুণ্ড থানা মামলা নং- ২৭(১১) ২০১৩ জি.আর-৪১৯/২০১৩। মামলার ধারা ১৪৩/৩৫৩/৪৩৫/৪২৭ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২০/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী সহ ৫৪ জন।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ১০(০১) ২০১৪ জি.আর-১০/২০১৪। মামলার ধারা ১৪৯/১৮৬/৩৫৩/৪২৭/৪৩৫ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২০/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৪৭ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ১০(০১) ২০১৪ (খ)। মামলার ধারা গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর ৮১ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২০/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য সহ আসামির সংখ্যা ৫৬ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ৫৫(০৮) ২০১৫ জি.আর-৩১৯/২০১৫। মামলার ধারা ৩৩২/৩৫৩/৩২৬/৩০৭/৩৪ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২১/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। ১৮ জন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মী।

মামলা নম্বর সাতকানিয়া থানা মামলা নং- ০৪(০১) ২০১৪ জি.আর-০৪/২০১৪। মামলার ধারা ১৪৯/৩৩৩/৩৫৩/৪৩৫ দন্ড বিধি। নিষ্পত্তির তারিখ ২১/১০/২৪। নিষ্পত্তির ধরন CrPc’র ২৪৫(১) ধারা মতে খালাস। মন্তব্য বিরোধী দলীয় নেতাকর্মী। ৬৪ টি মামলায় বিএনপি সহ বিরোধী দলীয় মোট ৩৮৩৮ জন নেতা কর্মীদের খালাস প্রদান করা হয়।।

শেখ হাসিনার কঠোর শাসন ও তোষামোদকারিদের নির্লজ্জ আনুগত্য বাংলাদেশের রাজনীতিতে এক বিষাদময় অধ্যায় তৈরি করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, নির্যাতন ও হয়রানির মাধ্যমে ভয় দেখিয়ে শাসন করার যে সংস্কৃতি শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছেন, তা শুধু বিরোধীদের কণ্ঠরোধেই থেমে থাকেনি; বরং এসব তোষামোদকারিরা তাকে খুশি করার জন্য আরো বাড়তি কঠোরতার আশ্রয় নিয়েছে। কালের চক্রে এখন সেই তোষামোদকারিরাই মামলার আসামি হচ্ছে, এবং এখন তারা অনুভব করছে সেই তীব্র যন্ত্রণা, যা একসময় বিরোধীরা সহ্য করেছিল। তবে, সত্য-মিথ্যা বিচারের ভার আইন আদালতের; তবে পরিস্থিতির এমন বদল যে মিথ্যার আশ্রয়ে একসময় যাদের কণ্ঠরোধ করা হয়েছিল, তাদের মতোই আজকের ক্ষমতাসীনরা হয় পলাতক, নয়তো দিশেহারা।

কালের চক্রে তাই সত্য প্রতিধ্বনিত হয়-যে যন্ত্রণা অন্যকে দেয়া হয়, তা একসময় নিজের জীবনেও ফিরে আসে।