নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগামের লোহাগাড়া উপজেলা সদরের ব্যস্ততম বানিজ্যিক কেন্দ্র লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির পরিচিতি সভা শুক্রবার (০১ নভেম্বর)অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আলম। বটতলী মোটর ষ্টেশনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।
প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাজ্জাদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ আনম নোমান, বটতলী শহর পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক জালাল আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা মোঃ নাজিম উদ্দীন।
পরিষ্কার-পরিচ্ছন্ন লোহাগাড়া বটতলী পরিচালনার ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয় এ সভায়। সকল ভেদাভেদ ভুলে বটতলীর সর্বস্তরের ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর আগামী রচনার আহ্বান জানিয়েছেন বক্তারা। লোহাগাড়া বটতলী শহরের সার্বিক পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব সরোয়ার আকতার, মাওলানা আব্দুল গণি, নজরুল ইসলাম, রিদুওয়ানুল করিম এরফান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা তামিম মির্জা, জহির উদ্দীন ও আবু তালেব রুবেল প্রমুখ।