আনোয়ারা প্রতিনিধি :আনোয়ারা উপজেলায় ১১ টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ ও ইউনিয়ন পরিষদ বাতিলের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারক লিপি দিয়েছে উপজেলা বিএনপি সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন কে এই স্মারকলিপি দেয়া হয়।
আনোয়ারা উপজেলার বিএনপি’র সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে নেতৃবৃন্দরা এলাকার শান্তি-শৃঙ্খলা ও বিরাজমান স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সোমবার বিকেলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমনের নিকট ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ ও ইউনিয়ন পরিষদ বাতিলের আবেদন দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসককে।
এ সময় উপজেলা বিএনপি নেতা সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, রফিক ডিলার, ফরিদ উদ্দিন খান মিল্টন, মহসিন ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।