সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার জেলার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি কাউকে বিনষ্ট করতে দেওয়া হবে না। দুর্বৃত্ত সে, যে দলের হোক, যে মতের হোক, যত শক্তিশালীই হোক তাকে আমরা প্রতিহত করবো ঐক্যবদ্ধভাবে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর)সন্ধ্যায় ব্রাহ্ম মন্দিরের বিভূতিভূষণ সেন মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা জেলা ব্যাপী শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবি সংগঠন ও বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্টজনের সাথে মতবিনিময় সভা করেছে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ।
উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত ইসলাম, জাসদ, জাতীয় পার্টি, এবি পার্টি, জেলা প্রেসক্লাব, ইমাম সমিতি, দোকান মালিক সমিতি ফেডারেশন ও ছাত্র সমন্বয়ক সহ সকল রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের জেলার নেতৃবৃন্দ।
জেলা পূজা উদযাপন পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেন্টু দাশের সঞ্চালনায় এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সাবেক মেয়র সরওয়ার কামাল, জেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারী অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট মোঃ তারেক, এবি পার্টি কক্সবাজার জেলার আহবায়ক এডভোকেট এনামুল হক সিকদার, জামায়াত ইসলামী কক্সবাজার সদর উপজেলার আমির অধ্যাপক খুরশিদ আলম আনছারী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, জেলা ইমাম সমিতির সভাপতি ও বড় বাজার জামে মসজিদের খতিব মোঃ কামাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক শামশুল হক শারেক, শ্রমিক দল, কক্সবাজার জেলা সভাপতি ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, হাশেমিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, শারদীয় দুর্গোৎসব ২৪ এর সমন্বয় কমিটির আহবায়ক দুলাল চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, জেলা যুব দলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জিসান উদ্দিন জিসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরোয়ার রোমন, দোকান মালিক ফেডারেশন এর সহ- সভাপতি আমিনুল ইসলাম হাসান, কক্সবাজার পৌরসভা ৩নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক দোলন ধর, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহেদুল ওয়াহেদ শাহেদ, রিয়াদ মনির, সাগর উল ইসলাম, সাহাব উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন- কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর রাজবিহারী দাশ, সহ- সভাপতি স্বপন পাল নাজির, অধ্যাপক অজিত দাশ, সাংবাদিক দীপক শর্মা দীপু, যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন দাশ, স্বপন দাশ, অর্থ সম্পাদক স্বপন গুহ, সদস্য বুলবুল তালুকদার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, জেলা যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলরাম পাল, জেলা পূজা উদযাপন পরিষদের অন্যতম নেতা মিঠুন কান্তি দে ভুলক, অরূপ শর্মা, অন্তর দে বিশাল সহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন এর নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা কক্সবাজারের অতীত সাম্প্রদায়িক সৌহার্দ্যের উদাহরণ টেনে এরকম সর্বদলীয় মতবিনিময় সভার প্রশংসা করে আসন্ন দুর্গাপূজায় নিজ নিজ দলের হয়ে সর্বোচ্চ সহায়তা করার আশ্বাস দেন।