ঈদগাঁও প্রতিনিধি: ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি তীব্র অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজ ২৭ সেপ্টেম্বর ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঈদগাঁও বাজারের শাপলা চত্বর থেকে বাদে জুমা মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে। পরে বাসস্টেশন ঘুরে বাজারে এসে শেষ হয়। ঈদগাঁও উপজেলা ছাত্র-জনতা এ মিছিলের আয়োজন করে।
এতে ভারতের হিন্দু পন্ডিত রামগিরি ও বিজেপি বিধায়ক নিতিশ রানের কটুক্তির তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করে নানা স্লোগান দেয়া হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এডভোকেট ফারুকী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মিছিলের অগ্রভাগে ঈদগাঁও থানার একদল পুলিশ নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
Post Views: 68