প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)বিকাল ৪ টায় নগরের শাহ আমানত দরগাহ্ লেইনস্থ তনজিমুল মোছলেমিন এতিমখানা মিলনায়তনে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও চট্টগ্রামের বাঙালী মুসলমানদের নব জাগরণের অগ্রদূত আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার এর ৬২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহ্ফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিল সাবেক নির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিল সাবেক সদস্য প্রখ্যাত সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত।
দোয়া মাহফিল পরিচালনা করেন তনজিমুল মোছলেমিন এতিমখানার পেশ ইমাম ক্বারী মুহাম্মদ আরিফুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার সহ-সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন, আলহাজ্ব লায়ন মুহাম্মদ নিজামুল ইসলাম, মাওলানা আবদুল শুক্কুর, হাফেজ আনোয়ার হোসেন, লেখক ও গবেষক আবদুস সালাম, কবি আসিফ ইকবালসহ এতিমখানার শিক্ষক ও ছাত্রবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল খালেক ছিলেন নিরহংকারী, নবী করিম (স.)’র প্রকৃত অনুসারী একজন বুজুর্গু। আবদুল খালেক ইঞ্জিনিয়ার ছিলেন একজন দেশপ্রেমিক ও সৎ সম্পাদক। তিনি সৎ ছিলেন বলেই তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দৈনিক আজাদী অনেক বাধা বিপত্তির মধ্যে এখনো টিকে আছে।
সভাপতির বক্তব্যে সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন বলেন, চট্টগ্রামের সংবাদপত্র শিল্প ও মুদ্রণ প্রকাশনা জগতে মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের অবদান ঐতিহাসিক। তিনি আজ আমাদের গৌরবময় ঐতিহ্যে পরিণত হয়েছেন। মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত দৈনিক আজাদী বহুল প্রচারিত এবং জনগণ কর্তৃক স্বীকৃত স্বাধীন গণতান্ত্রিক চেতনার এক অনন্য ইনস্টিটিউশন। স্বৈরাচারী শাসনের কবল থেকে জাতিকে রক্ষা করে গণতন্ত্রকে সুদৃঢ় মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার ভূমিকা ও গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, ৬২ তম মৃত্যুবার্ষিকী পালনের এই দিনে মহান আল্লাহ পাক মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারকে জান্নাতুল ফেরদাউস বেহেশত নসিব করুন।
পরিশেষে মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের রুহের মাগফেরাত কামনা করে ও দৈনিক আজাদীর সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।