নিজস্ব প্রতিবেদক: মাজার খানকাহ্ ভাঙচুর প্রতিরোধে জাতীয় সমন্বয়ক কমিটি গঠন” করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩ টায় ঢাকার পল্টনস্থ আল ফাহাম রেস্টুরেন্ট-এ মাজার খানকাহ্ ভাঙচুর প্রতিরোধে জাতীয় সমন্বয়ক কমিটি গঠন করা হয়।

মুফতি মুহাম্মদ ছালেহ্ সুফিয়ান মাইজভান্ডারী ফরহাদাবাদীর সভাপতিত্তে ড. মাওলানা আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় এতে বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, এই প্রতিরোধ কমিটির আহ্বায়ক সদস্য থাকবেন দেশের সকল দরবার শরীফের পীরসাহেবগণ এবং ভক্ত অনুসারীগণ হবেন এই প্রতিরোধ কমিটির চালিকা শক্তি।

সারাদেশের সকল দরবার শরীফের পীর ও তরিকতপন্থীগণের মাঝে বৃহত্তর ঐক্য গঠনের মনভাব তৈরির লক্ষে- ১৩ সদস্য বিশিষ্ট মাজার খানকাহ্ ভাঙচুর প্রতিরোধে জাতীয় সমন্বয়ক কমিটি গঠন করা হয়৷

মাজার খানকাহ্ ভাঙচুর প্রতিরোধে জাতীয় সমন্বয়ক কমিটির সমন্বয়কেরা হলেন-. ড. মাওলানা আনিসুর রহমান জাফরী, শাহ্ সুফি শামসুজ্জামান সচিব চৌধুরী, বেনজির শাহ নুরী আল সুরেশ্বরী, মাওলানা রফিকুল ইসলাম বাঙ্গালী, সুফি নাসির উদ্দিন চিশতী, কামরুল ইসলাম দেওয়ানবাগী, মাওলানা মুহিুদ্দিন চিশতী নেজামী, সুফি কিরণ শাহ্ চিশতী নিজামী বিন ইস্রাফিল শাহ্ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক: মাজার খানকাহ্ ভাঙচুর প্রতিরোধে জাতীয় সমন্বয়ক কমিটি গঠন” করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩ টায় ঢাকার পল্টনস্থ আল ফাহাম রেস্টুরেন্ট-এ মাজার খানকাহ্ ভাঙচুর প্রতিরোধে জাতীয় সমন্বয়ক কমিটি গঠন করা হয়।

মুফতি মুহাম্মদ ছালেহ্ সুফিয়ান মাইজভান্ডারী ফরহাদাবাদীর সভাপতিত্তে ড. মাওলানা আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় এতে বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, এই প্রতিরোধ কমিটির আহ্বায়ক সদস্য থাকবেন দেশের সকল দরবার শরীফের পীরসাহেবগণ এবং ভক্ত অনুসারীগণ হবেন এই প্রতিরোধ কমিটির চালিকা শক্তি।

সারাদেশের সকল দরবার শরীফের পীর ও তরিকতপন্থীগণের মাঝে বৃহত্তর ঐক্য গঠনের মনভাব তৈরির লক্ষে- ১৩ সদস্য বিশিষ্ট মাজার খানকাহ্ ভাঙচুর প্রতিরোধে জাতীয় সমন্বয়ক কমিটি গঠন করা হয়৷

মাজার খানকাহ্ ভাঙচুর প্রতিরোধে জাতীয় সমন্বয়ক কমিটির সমন্বয়কেরা হলেন-. ড. মাওলানা আনিসুর রহমান জাফরী, শাহ্ সুফি শামসুজ্জামান সচিব চৌধুরী, বেনজির শাহ নুরী আল সুরেশ্বরী, মাওলানা রফিকুল ইসলাম বাঙ্গালী, সুফি নাসির উদ্দিন চিশতী, কামরুল ইসলাম দেওয়ানবাগী, মাওলানা মুহিুদ্দিন চিশতী নেজামী, সুফি কিরণ শাহ্ চিশতী নিজামী বিন ইস্রাফিল শাহ্ প্রমুখ।