খাগড়াছড়ি প্রতিনিধি : মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর কেন্দ্রীয় সমন্বয়ক ( পার্বত্য চট্টগ্রাম ) হিসেবে খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অংচিংনু মারমাকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। এ উপলক্ষে মংগলবার বিকালে নারানখাইয়াস্থ অস্থায়ী কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন সংগঠনের জেলা, উপজেলা ও পৌর কমিটির সদস্য এবং তিন পার্বত্য জেলার সুধীসমাজ। এসময় অংচিংনু মারমাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন শুভাকাঙ্ক্ষীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে অংচিংনু মারমা বলেন, “আমাকে এ পদে আসীন করায় সম্মানিত চেয়ারম্যান মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার এ অর্জন জেলা, উপজেলা ও পৌর কমিটির সদস্যসহ সকল শুভাকাঙ্ক্ষীর। সকলের আর্শীবাদ ও আন্তরিক সহযোগিতায় এটি সম্ভব হয়েছে।”
অনুষ্ঠানে সিনিয়র এডভোকেট ও সংগঠনের উপদেষ্টা মহিউদ্দিন কবির বলেন,” স্বল্প সময়ের মধ্যে বন্যার্তদের সহযোগিতাসহ ভাল ভাল কাজের উদ্যোগ এবং সাংগঠনিক দক্ষতাই অংচিংনু মারমাকে আজকে এই পর্যায়ে এনেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক সাংবাদিক দেব প্রসাদ ত্রিপুরা, জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি পাঞ ঞা জ্যোতি ভিক্ষু, সহ সভাপতি সুবোধ কুমার চাকমা, সাধারন সম্পাদক চাইথোয়াই অং মারমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা, সাংগঠনিক সম্পাদক উর্মি চাকমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামল মিত্র চাকমা প্রমুখ।