নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার শহরে ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসাইন হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত আসামি আবু তাহেরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিউদ্দিন মুরাদ এই রায় ঘোষণা করেন। এ সময় বিচারক আরও দুই আসামিকে ১০ বছর কারাদণ্ড ও জরিমানা এবং ৪ আসামিকে খালাসের আদেশ দেন।
আদালতের অতিরিক্ত কৌসুলি মোজাফফর আহমদ হেলালী বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালের ২৩ জুলাই কক্সবাজার শহরে ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন।
এ মামলায় একই বছরের ২৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। আদালত ২০১৯ সালের ১ অক্টোবর অভিযোগ শুনানি করেন। দীর্ঘ বিচারকার্য শেষে আদালতের বিচারক আজকে এ রায় ঘোষণা করেন।
Post Views: 172