নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
যে চারজনকে নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম নকী, বনানী থানা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন ও ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মমিন।
বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক সোমবার (০২ সেপ্টেম্বর) তাদেরকে আলাদা আলাদা কারণ দর্শানোর নোটিশ পাঠান। তবে বিষয়টি সবার মধ্যে জানাজানি হয় মঙ্গলবার।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে আগামী ০৩ দিনের মধ্যে একটি লিখিত জবাব নয়াপল্টনস্থ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।