স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৮৫ রান তাড়া করতে নেমে ২ উইকেটে ১১৯ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে বাংলাদেশ। জিততে এখনও প্রয়োজন ৬৩ রান। হাতে আছে ৮ উইকেট ও ৭১ ওভার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৩ ও মুমিনুল হক ২০ রানে অপরাজিত আছেন।
আগেরদিনের ৪২ রান নিয়ে ব্যাট করতে নেমে সকালের সেশনে দুই উইকেট হারায় বাংলাদেশ। মারমুখী ব্যাটিং করা জাকির হাসান ৪০ ও শাদমান ইসলাম ২৩ রান করে সাজঘরে ফিরেন। একটি উইকেট নিয়েছেন মীর হামজা। অন্যটি নিয়েছেন খুররম শাহজাদ।
শতরান পেরিয়ে বাংলাদেশ:
টার্গেটটা অবশ্য বেশি নয়, ১৮৫। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে ৪২ রান তোলে চতুর্থদিন। আজ পঞ্চম দিনে খেলতে নেমে ইতোমধ্যে শতরান পেরিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক টেনে নিচ্ছেন বাংলাদেশের ইনিংস। ২৯.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৬। জিততে প্রয়োজন আর মাত্র ৭৯ রান। শান্ত ২৪ ও মুমিনুল ১৪ রান নিয়ে ব্যাট করছেন।
দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ:
দলীয় ৭০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এ সময় সাজঘরে ফেরেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম। খুররম শাহজাদের করা হাফ-ভলি খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন। সেটি মিড-অফে তালুবন্দি করেন অধিনায়ক শান মাসুদ। ৫১ বল খেলে ২ চারে ২৪ রান করেন সাদমান। নাজমুল হোসেন শান্তর সঙ্গে যোগ দিয়েছেন মুমিনুল হক। জিততে বাংলাদেশের প্রয়োজন আরও ১১৫ রান।
বাংলাদেশের প্রথম উইকেটের পতন:
পঞ্চম দিনের শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ। ৪২ রানে দিন শুরু করা সফরকারীরা ৫৮ রানে যেতেই হারালো প্রথম উইকেট। এ সময় মীর হামজার বলে বোল্ড হয়ে যান মারমুখী ঢঙে ব্যাটিং করা জাকির হাসান। ৩৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করে যান জাকির। জিততে বাংলাদেশকে করতে হবে আরও ১২৭ রান। সাদমান ১৬ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিনা উইকেটে ৫০ পেরিয়ে বাংলাদেশ:
পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে বিনা উইকেটে ৫০ রান তুলেছে বাংলাদেশ। জিততে আর করতে হবে ১৩৫ রান। মারমুখী মেজাজে ব্যাটিং করা জাকির হাসান ৩২ ও সাদমান ইসলাম ১৬ রান নিয়ে ব্যাট করছেন।
পঞ্চম দিনের খেলা শুরু:
পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিন বিনা উইকেটে ৪২ রান তোলে বাংলাদেশ। জয়ের লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার পঞ্চম ও শেষদিনে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। জাকির হাসান ৩১ ও সাদমান ইসলাম ৯ রানে দিন শুরু করেন। জিততে আজ ৯০ ওভারে বাংলাদেশকে করতে হবে ১৪২ রান। যদিও বৃষ্টির শঙ্কা রয়েছে। তবে দিনের শুরুতে বৃষ্টি না হওয়ায় বেশ আশাবাদী হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা।