স্পোর্টস ডেস্ক: চতুর্থ দিনের শুরুতেই আক্রমণাত্মক হয়ে খেলছিলেন সাইম আইয়ুব ও শান মাসুদ। তাদের লক্ষ্য ছিল আক্রমণ করে দ্রুত রান তুলে বাংলাদেশের সামনে বড় সংগ্রহ ছুঁড়ে দেওয়া। তবে সেই পরিকল্পনায় পানি ঢেলে দিলেন তাসকিন আহমেদ। সাইমকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিলেন এই পেসার।

তাসকিনের বলটা ফুল লেংথে পিচ করে অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যেতো। কিন্তু ব্যাট চালিয়ে দেন আক্রমণাত্মক মেজাজে থাকা সাইম। তার হাঁকানো ড্রাইভ মিড অফ দিয়ে চলে যাচ্ছিলো, ঝাঁপিয়ে বল নিজের দখলে নেন অধিনায়ক শান্ত।

৩৫ বলে ৩ চারের মারে ২০ রান করেন সাইম। উইকেটে শান মাসুদের সঙ্গী বাবর আজম।

সাইম আইয়ুবের সঙ্গে শান মাসুদ
তৃতীয় দিন বিকেলে দুই উইকেট হারায় পাকিস্তান। হাসান মাহমুদের বলে খুররম শেহজাদ আউট হলে তখনই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়। আজ চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, সঙ্গে ৬ রান নিয়ে অপরাজিত সাইম আইয়ুব। হাসান তার অসমাপ্ত ওভারের শেষ দুটি বল করেছেন মাসুদের বিপক্ষে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের রান ২ উইকেটে ৯।

চতুর্থ দিনের আবহাওয়া কেমন?
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনেই নির্ধারিত হতে পারে ম্যাচের ভাগ্য। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে ম্যাচ। আবহাওয়া বার্তায় বৃষ্টির পূর্ভাবাস থাকলেও সকালে আকাশ পরিষ্কারই দেখা যাচ্ছে। খেলা শুরু হবে যথাসময়েই, বাংলাদেশ সময় পৌনে এগারটায়।

পাকিস্তান ব্যাট করতে নামবে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯ রান নিয়ে। প্রথম ইনিংসে ১২ রানের লিড থাকায় শান মাসুদের দল এই মুহূর্তে এগিয়ে ২১ রানে।

স্পোর্টস ডেস্ক: চতুর্থ দিনের শুরুতেই আক্রমণাত্মক হয়ে খেলছিলেন সাইম আইয়ুব ও শান মাসুদ। তাদের লক্ষ্য ছিল আক্রমণ করে দ্রুত রান তুলে বাংলাদেশের সামনে বড় সংগ্রহ ছুঁড়ে দেওয়া। তবে সেই পরিকল্পনায় পানি ঢেলে দিলেন তাসকিন আহমেদ। সাইমকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিলেন এই পেসার।

তাসকিনের বলটা ফুল লেংথে পিচ করে অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যেতো। কিন্তু ব্যাট চালিয়ে দেন আক্রমণাত্মক মেজাজে থাকা সাইম। তার হাঁকানো ড্রাইভ মিড অফ দিয়ে চলে যাচ্ছিলো, ঝাঁপিয়ে বল নিজের দখলে নেন অধিনায়ক শান্ত।

৩৫ বলে ৩ চারের মারে ২০ রান করেন সাইম। উইকেটে শান মাসুদের সঙ্গী বাবর আজম।

সাইম আইয়ুবের সঙ্গে শান মাসুদ
তৃতীয় দিন বিকেলে দুই উইকেট হারায় পাকিস্তান। হাসান মাহমুদের বলে খুররম শেহজাদ আউট হলে তখনই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়। আজ চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, সঙ্গে ৬ রান নিয়ে অপরাজিত সাইম আইয়ুব। হাসান তার অসমাপ্ত ওভারের শেষ দুটি বল করেছেন মাসুদের বিপক্ষে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের রান ২ উইকেটে ৯।

চতুর্থ দিনের আবহাওয়া কেমন?
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনেই নির্ধারিত হতে পারে ম্যাচের ভাগ্য। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে ম্যাচ। আবহাওয়া বার্তায় বৃষ্টির পূর্ভাবাস থাকলেও সকালে আকাশ পরিষ্কারই দেখা যাচ্ছে। খেলা শুরু হবে যথাসময়েই, বাংলাদেশ সময় পৌনে এগারটায়।

পাকিস্তান ব্যাট করতে নামবে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯ রান নিয়ে। প্রথম ইনিংসে ১২ রানের লিড থাকায় শান মাসুদের দল এই মুহূর্তে এগিয়ে ২১ রানে।