প্রেস বিজ্ঞপ্তি: নগরের পণ্ডিত প্রজ্ঞাতিষ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স ও ভাবনা কেন্দ্রে এক সাধারণ সভা শুক্রবার (৩০ আগষ্ট) সন্ধ্যা ৬টায় মুরাদপুরস্থ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী দীপক বড়ুয়া’র প্রস্তাবে ও সাংগঠনিক সম্পাদক বাবু চম্পক বড়ুযা’র সমর্থনে ভদন্ত ধর্মতিলক এস. লোকপ্রিয় মহাথেরো সভাপতিত্ব করেন।
সভার শুরুতে সভাপতির অনুমোদনক্রমে অধ্যক্ষ উদয় প্রসাদ বড়ুয়া পঞ্চশীল প্রার্থনা করেন এবং উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ভদন্ত ডক্টর দীপঙ্কর থেরো উপস্থিত সভ্যগনকে পঞ্চশীল প্রদান করেন। পরবর্তীতে সভাপতি ভদন্ত ধর্মতিলক এস. লোকপ্রিয় মহাথেরো সমবেত বুদ্ধ বন্দনা করার পর সভায় উপস্থিত সদস্যগনের আলোচনার সুবিধার্তে সভার আলোচ্য বিষয়ের উপর বিস্তারিত দিকনির্দেশনাসহ মতামত প্রদান করেন।
উক্ত সাধারণ সভায় উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক বাবু ভূষন বড়ুয়া, উপদেষ্টা প্রকৌশলী সমীরণ বড়ুয়া, কার্যকরী সভাপতি অধ্যক্ষ উদয় প্রসাদ বড়ুযা, উর্দ্ধতন সহ- সভাপতি প্রধান শিক্ষক রাহুল কান্তি বড়ুয়া, সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক বাবু দেবু বড়ুয়া, সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক বাবু সুকুল কান্তি বড়ুয়া, সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক বাবু দুর্লভ বড়ুয়া, সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক বাবু রাজন বড়ুয়া, সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শিক্ষক রিটন বড়ুয়া, সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক বাবু জ্যোতি বিকাশ বড়য়া (বাবু), সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক বাবু পুষ্পেন বড়ুয়া, যুগ্ম-সাধারন সম্পাদক লায়ন সবুজ বড়ুয়া, যুগ্ম-সাধারন সম্পাদক বাবু কাজল বড়ুয়া, সহ-সাধারন সম্পাদক প্রধান শিক্ষক পলাশ কুসুম বড়ুয়া, অর্থ সম্পাদক বিজিবি কর্মকর্তা বাবু সেতু বড়ুয়া, সহ- ধর্মীয় সম্পাদক বাবু তপন বড়ুয়া, মহিলা সম্পাদিকা শিক্ষিকা রুমা বড়ুয়া, সহ- মহিলা সম্পাদিকা মিস প্রীতি বড়ুয়া আলোচ্য বিষয়ের উপর অভিমত পেশ করেন এবং সহ- সভাপতি বিশিষ্ট সমাজ সেবক বাবু বোধিসত্ত্ব বড়ুয়া ও সাবেক সেনা কর্মকর্তা বাবু পুলক বড়ুয়া এবং সহ-অর্থ সম্পাদক বাবু রাজুক বড়ুয়া রাজু উপস্থিত ছিলেন।
বিবিধ বিষয়ে আর কোন আলোচনা না থাকায় প্রধান উপদেষ্টা ডক্টর দীপঙ্কর থেরো সেবা ও উন্নয়ন কমিটি’২৪-২৭ এর উপস্থিত কার্যকরী পরিষদে মনোনিত/নির্বাচিত সকল সদস্যগনকে মনোনয়ন পত্র প্রদান করেন। পরিশেষে সভাপতি ভদন্ত ধর্মতিলক এস. লোকপ্রিয় মহাথেরো সেবা ও উন্নয়ন কমিটির সকল উপদেষ্টা ও সকল সদস্যদের মঙ্গল কামনা করে মৈত্রীময় আর্শিবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করেন।