এস এম আকাশ: আবারও দেশের তিন পাবর্ত্য জেলায় ভারী থেকে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন ভারী বর্ষণের সতর্কতায় এ তথ্য জানান।
আবহাওয়া অফিস জানায়,দেশে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে (২৭ আগস্ট) সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকায় ৪৫ থেকে ৯০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
এ ছাড়া ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রশাসন।
Post Views: 98