আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধ যোদ্ধাদের সামনে ইসরাইলি সরকার মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরাইলি সরকারকে তাদের হত্যাকাণ্ডের জন্য ‘চড়া মূল্য’ দিতে হবে। বৃহস্পতিবার হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এ হুংকার দেন।
এর আগে এদিন সকালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং তার নিরাপত্তা রক্ষীর জানাজা নামাজ সম্পন্ন হয়। তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ জানাজা নামাজ পরিচালনা করেন ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আয়াতুল্লাহ আলি খামেনি।
জানাজায় উপস্থিত হাজার হাজার মানুষ হামাস প্রধান ইসমাইল হানিয়া ও ওয়াসিম আবু শাবান নামে তার দেহরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। নিহত হামাস কর্মকর্তার শোক মিছিলে বিপুল সংখ্যক ইরানি জনতা অংশ নেন।
জানাজা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, তেলআবিব সরকারের অপরাধের মূলে রয়েছে প্রতিরোধ বাহিনীকে মোকাবিলা করার ক্ষেত্রে তার অক্ষমতা।
ইরানের শীর্ষ সংসদ সদস্য জোর দিয়ে বলেন, ইসরাইল যদি মনে করে যে প্রতিরোধ ফ্রন্টকে লক্ষ্যবস্তু করলে এ অঞ্চলে চলমান পরিস্থিতির ওপর তারা প্রভাব ফেলতে পারবে, তবে তারা একটি ‘কৌশলগত ভুল’ করবে।
কালিবাফ বলেন, বর্বর ইসরাইল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের জন্য ‘হিট অ্যান্ড রান’ যুগের অবসান হয়েছে। সঠিক জায়গায় এবং সঠিক সময়ে প্রতিক্রিয়া জানানো আমাদের কর্তব্য বলে তিনি উল্লেখ করেন।
ইরানি স্পিকার এ সময় ইসরাইলি সরকারকে তাদের হত্যাকাণ্ডের জন্য ‘চড়া মূল্য’ দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে, বুধবার ভোরে এক সন্ত্রাসী হামলায় তেহরানে নিজের বাসভবনে দেহরক্ষীসহ নিহত হন হানিয়া। সূত্র: মেহের নিউজ