নগর প্রতিবেদক: বিএনপি–জামায়াত শিবির চক্রের পরিকল্পিত নাশকতা ও নৈরাজ্য মোকাবেলা এবং জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মহানগর আওয়ামী লীগের আওতাধীন থানা, ওয়ার্ড ও ইউনিট স্তরে মূল সংগঠন এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনে পদ–পদবীধারী নেতাদের পাড়া–মহল্লাসহ রাজপথে জনগণকে সাথে নিয়ে বাধ্যতামূলক উপস্থিত থাকার নির্দেশনা দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
গতকাল বুধবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের মহানগর স্তরের নেতৃবৃন্দের সাথে দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেয়া হয়।
এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, স্বাধীনতা বিরোধী জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করার ঐতিহাসিক সিদ্ধান্তটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী ও রাজাকার মুক্তকরণের প্রত্যয় ধারণ করে আমাদেরকে মাঠে সক্রিয় থাকতে হবে। এরই মধ্যে বিএনপি স্বাধীনতা বিরোধীদের ঐক্যের ডাক দিয়ে রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। তাই আমাদেরকে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে প্রত্যক্ষ লড়াই শুরুর সময় এসেছে। এই লড়াইয়ে জিততেই হবে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রতিটি পাড়ায় মহল্লায় এবং জনবসতিতে স্বাধীনতা ও রাষ্ট্র বিরোধী অপশক্তি জামায়াত–শিবির চক্রের সক্রিয় নেতাকর্মীদের বাড়ি–ঘর, ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা সংগ্রহসহ তাদের প্রত্যেকের গতিবিধি লক্ষ্য রাখতে হবে। এমনকি তাদেরকে যারা আশ্রয়–প্রশ্রয় দিচ্ছে তাদের উপরও তীক্ষ্ণ নজরদারী রাখতে হবে। এছাড়াও পাড়া–মহল্লায় অচেনা–অপরিচিত কারো সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেলে তাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সমর্পণ করতে হবে। জামায়াত শিবির অধ্যুষিত স্থান ও যেখানে তাদের গোপন ঘাঁিট রয়েছে ও বিভিন্ন নামে তাদের প্রতিষ্ঠান ও সাংগঠনিক কাঠামো রয়েছে সেগুলোর উপর সার্বক্ষণিক নজরদারী রাখতে হবে এবং এখান থেকে কোনো অপতৎপরতা শুরু হওয়ার আগেই সেগুলো নিশ্চিহ্ন করে দিতে হবে। তিনি এই নির্দেশনা অনুযায়ী সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনকে এলাকা ভিত্তিক নৈরাজ্য ও নাশকতা বিরোধী গণমোর্চা গড়ে তোলার তাগিদ দেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, দিদারুল আলম চৌধুরী, মহিউদ্দিন বাচ্চু এমপি, ডা. নেছার উদ্দিন মনজু, দেলোয়ার হোসেন খোকা, মাহাবুবুল হক সুমন, দিদারুল আলম দিদার, দেবাশীষ নাথ দেবু, আজিজুর রহমান আজিজ, ইমরান আহমদ ইমু, জাকারিয়া দস্তগীর প্রমুখ।
উল্লেখ্য আজ শোকের মাস আগস্টের প্রথম দিবসে মহানগর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল ও বাদ আছর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে শোকর্যালি শুরু হয়ে জামালখানস্থ প্রেসক্লাবে এসে শেষ হবে।