ঢাকা ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীর প্রতিনিধি দল পিবিআই হেডকোয়ার্টাস পরিদর্শন ও পিবিআইয়ের ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম সম্পর্কে অবগত হয়েছেন।

আজ সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় পিবিআই হেডকোয়ার্টর্সে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ১ দিনের কর্মশালায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান মো. সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম, প্রভাষক প্রকাশ চন্দ্র রায় সহ ২৮ জন শিক্ষার্থী।

সাক্ষাতের সময় তারা পিবিআই প্রধানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

কর্মশালায় পিবিআইয়ের ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল এবং অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা শরীফ।

পিবিআইয়ের তদন্ত বিষয়ক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ।

এ সময় পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নাসিম মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার রীমা সুলতানা কার্মশালায় উপস্থিত ছিলেন।

কার্মশালা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীর প্রতিনিধি দল পিবিআই এর অত্যাধুনিক তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ ফরেনসিক ল্যাব এবং ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন।

পিবিআই এর কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে চবি’র ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান মো. সাখাওয়াত পিবিআই এর অত্যাধুনিক ফরেনসিক ল্যাবের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা এবং দেখার জন্য পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারকে ধন্যবাদ জানান।

কার্মশালা শেষে চবি’র ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল’কে সম্মাননা স্মারক প্রদান করেন।

ঢাকা ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীর প্রতিনিধি দল পিবিআই হেডকোয়ার্টাস পরিদর্শন ও পিবিআইয়ের ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম সম্পর্কে অবগত হয়েছেন।

আজ সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় পিবিআই হেডকোয়ার্টর্সে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ১ দিনের কর্মশালায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান মো. সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম, প্রভাষক প্রকাশ চন্দ্র রায় সহ ২৮ জন শিক্ষার্থী।

সাক্ষাতের সময় তারা পিবিআই প্রধানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

কর্মশালায় পিবিআইয়ের ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল এবং অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা শরীফ।

পিবিআইয়ের তদন্ত বিষয়ক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ।

এ সময় পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নাসিম মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার রীমা সুলতানা কার্মশালায় উপস্থিত ছিলেন।

কার্মশালা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীর প্রতিনিধি দল পিবিআই এর অত্যাধুনিক তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ ফরেনসিক ল্যাব এবং ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন।

পিবিআই এর কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে চবি’র ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান মো. সাখাওয়াত পিবিআই এর অত্যাধুনিক ফরেনসিক ল্যাবের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা এবং দেখার জন্য পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারকে ধন্যবাদ জানান।

কার্মশালা শেষে চবি’র ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল’কে সম্মাননা স্মারক প্রদান করেন।