সেলিম উদ্দীন,ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন, মোবাইলের অপব্যবহার ও গুজব সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করে ঈদগাঁও থানা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা।
সহকারী শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও থানার উপ- পুলিশ পরিদর্শক আশরাফ হোসেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ হাবিবুল্লাহ।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, এস, এম, তারেকুল হাসান (তারিক), সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, আশিকুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, অশ্রু রায়, শাহজালাল মুনির, ইফফাত সানিয়া।
সমাপনী বক্তব্য দেন প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত।
বক্তারা বলেন, মাদক গ্রহণ ও সেবন সমান অপরাধ। ছাত্রী ও নারীদের ইভটিজিং করা থেকে বিরত থাকতে হবে। অপরিণত বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। সন্ত্রাস ও নৈরাজ্য করা যাবে না। দেশকে জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে হবে। নারী ও শিশুদের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে। মোবাইলের অপব্যবহার থেকে দূরে থাকতে হবে। কোন প্রকার গুজবে কান দেয়া যাবে না। শিক্ষার্থীরা এসব বিষয়ে নিজেদের কখনো জড়াবে না বলে প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর কয়েক শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।