চকরিয়া অফিস : কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লি: সদস্য বিহীন ফোরকান-মুফিজের ব্যবস্থাপনা কমিটি অবশেষে বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (১৪ জুলাই) সকালে বদরখালীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে সমিতির ১০তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সভায় রামপুর সমিতির প্রায় ৭৫৬ জন সভ্য উপস্থিত থেকে সমিতির চাষের জমি নিয়ে নানাবিধ সংকট, সম্ভাবনা, জমি রক্ষা, সমিতির পক্ষে-বিপক্ষে দায়েরকৃত মামলা মোকদ্দমা সমূহ মোকাবিলা এবং ফোরকান-মুফিজের নেতৃত্বাধীন কমিটির গাফেলতি, স্বেচ্ছাচারিতা ও বিরোধীয় পক্ষের সঙ্গে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপন আঁতাতের কারণে সমিতির ব্যাপক আর্থিক ক্ষতিসাধন, সমিতির সাধারণ সদস্যদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা সহ বিবিধ এজেন্ডাভিত্তিক আলোচনা করা হয়।
সাধারণ সভার শুরুতে পবিত্র কোরান তেলওয়াত করেন সমিতির সদস্য মো: আবু বক্কর। এরপর উপস্থিত সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে বিশেষ সাধারণ সভার সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির উপস্থিত সকল সদস্যদের কণ্ঠভোটে সমিতির সভাপতি ফোরকানুল ইসলামকে ১০ তম বিশেষ সাধারণ সভার সভাপতি নির্বাচিত করা হয়।
সাধারণ সভায় রামপুর সমিতির বিগত সময়ের আয়-ব্যয়ের হিসাব বিবরণী এবং সমিতির মালিকানাধীন চিংড়ি জমি বেদখল সংক্রান্ত বিষয়ে অভিযোগ উপস্থাপন করা হলে আলী আজম ও মুফিজের নেতৃত্বাধীন পক্ষ কোনধরনের উপযুক্ত জবাব দিতে পারেনি। এই অবস্থায় সদস্যদের তোপ মুখে তাঁরা সাধারণ সভা থেকে চলে যেতে বাধ্য হন।
এরপর সাধারণ সভায় বক্তব্য দানকালে সভার সভাপতি ফোরকানুল ইসলাম বলেন, আমি নিজে রামপুর সমিতির ২০২৪ সালের ২৭ এপ্রিল গঠিত কমিটির সভাপতি পদে থাকলেও সমিতির সহ-সভাপতি আলী আজম, সম্পাদক মুফিজুর রহমানের নানাবিধ অনিয়ম অসঙ্গতির কারণে বিগত সময়ে সমিতির স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছি এবং সমিতির বিপুল চিংড়ি জমি বেদখলের পর্যায়ে চলে গেছে। এই বিষয়টি আজকের সাধারণ সভায় উপস্থিত সদস্যদেরকে অবগতির জন্য জানাচ্ছি।
এ অবস্থায় সমিতির চিংড়ি জমি বেদখল নিয়ে নানাবিধ সংকট তৈরি হওয়া, জমি রক্ষা করতে ব্যর্থতা, আয় ব্যয়ের হিসাব সাধারণ সভায় উপস্থাপন করতে না পারা, সমিতির পক্ষে-বিপক্ষে দায়েরকৃত মামলা মোকদ্দমা সমুহ মোকাবিলা না করা এবং বিরোধীয় পক্ষের সঙ্গে গোপন আঁতাতের কারণে সমিতির ব্যাপক আর্থিক ক্ষতিসাধন করা, সমিতির সাধারণ সদস্যদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ফোরকান মুফিজের নেতৃত্বাধীন কমিটি বাতিল ঘোষণা করেন সাধারণ সভার সভাপতি ফোরকানুল ইসলাম।
উপস্থিত সদস্যদের প্রস্তাবে সাধারণ সভার সভাপতি ফোরকানুল ইসলাম অনুষ্ঠিত সাধারণ সভায় আরও বলেন, রামপুর সমিতির সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে, সমিতির নানাবিধ সংকট মোকাবিলা করণে এবং সদস্যদের অধিকার নিশ্চিত করতে অতিদ্রæত সময়ে একটি এডহক কমিটি গঠন পুর্বক সদস্যদের প্রত্যক্ষ ভোটে রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লি: (নিবন্ধন নং ২৩৯৯/৭২ চট্ট) এর নতুন কমিটির নির্বাচন আয়োজনের জন্য সিদ্ধান্ত গ্রহিত ও অনুমোদিত হয়। একইসঙ্গে বাতিলকৃত কমিটির কোন সদস্যের সাথে আর্থিক লেনদেন না করার জন্য সাধারণ সভার সভাপতি ফোরকানুল ইসলাম বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
উপস্থিত সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে সাবেক কমিটির আলী আজম-মুফিজের নেতৃত্বাধীন পক্ষ সমিতির আয় ব্যয়ের হিসাব সাধারণ সভায় উপস্থাপন না করে পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয়। সভায় আলোচ্য বিষয়ে আর কোন এজেন্ডা না থাকায় উপস্থিত ও অতিথি সদস্যদের ধন্যবাদ জানিয়ে সমিতির ১০ তম বিশেষ সাধারণ সভার সমাপনি ঘোষণা করেন সভাপতি।