নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবে আবাহার মাহাইল এলাকায় সড়ক দূর্ঘটনায় মারা গেছে রিদুয়ানুল হক হৃদয় (২৫) নামে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার এক যুবকের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। গত ১৫ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি গাড়ি তাকে চাপা দেয়।
এ দূর্ঘটনায় হৃদয় মাথায় আঘাত পায়। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর হৃদয়কে মৃত্যু ঘোষনা করে।
হৃদয় লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেম এর পুত্র। তার মৃত্যুর সংবাদ চুনতি এলাকায় পৌঁছলে স্বজনদের আহাজারীতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়।
সূত্র মতে, লাশ গ্রামের বাড়িতে নিয়ে এসে দাফনের ব্যবস্থা করা হবে।
Post Views: 350