নগর প্রতিবেদক: বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা নির্মাণের চেষ্টা করেছেন, কিন্তু শেষ করে যেতে পারেননি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বপ্নের সোনার বাংলা নির্মাণে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে হবে। আর স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে স্মার্ট নাগরিকের পাশাপাশি স্মার্ট ভূমি ব্যবস্থপনা প্রয়োজন।

আজ বুধবার (১২ জুন) বেলা ১১ টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে ভ‚মি সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত স্মার্ট বাংলাদেশ: স্মার্ট ভূমিসেবা ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভায় ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এসব কথা বলেন।

May be an image of ‎7 people, temple, dais and ‎text that says "‎স্মার্ট رلر ২০২৪ ডদ' ভুমিসেবা সপ্তাহ 'সমর্ট বাংলাদেশ: স্মার্ট ভুমিসেবা ও ভুমি ব্যবস্থাপনা প্রেক্ষিত শার নারায়ন ইসলাম, বিভাগীয় কমিশনার, চটগ্রাম চন্দ্র চন্দ, এমপি, মাননীয় মনত্রী, ভুমি মন্রণালয়, গণপ্রজাত্ত্রী বাা প্রধান অত্তিথি জনাব মোঃ তোফায়েল বপিতম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, চট্টগ্রাম বিশেষ অতিথি: জনাব সুনাব কষষয় পদর পিপিএম, ডিআইজি চুট্টগ্রাম রেঞ্জ (রাজম্ব), চ্ট্টগ্রাম মনাব নূরেজালম মিনা, বিপিল্মর) তিরিক্ত বিভাগিয় জুনাব ইয়াখমিন পারভীন দামান, জেলা প্রশাসী জনাব আবুল বাসার মোহাদ মার্ট সেবা しャルー。 ভাগীয় সন ভুমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ চট্টগ্রামে জিমনেসিয়াম হলে ভুমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সনদ প্রদান করেন (বুধবার, ১২ জুন, ২০২৪) -পিআইডি, চট্টগ্রাম‎"‎‎

মন্ত্রী বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে মন্ত্রণালয় বিভিন্ন পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে কাজ করে যাচ্ছে। কিন্তু দেশের মানুষ যদি স্মার্ট ভূমিসেবা সম্পর্কে না জানে তাহলে আমাদের একার পক্ষে এটা অনেক সময়সাপেক্ষ হয়ে উঠবে। আমরা যারা শিক্ষিত তারাও ভূমির অনেক বিষয়ে জানি না। তাই নবম শ্রেণির পাঠ্যবইয়ে ভূমি সংক্রান্ত বেশকিছু বিষয় রাখা হয়েছে। যাতে অন্তত কেউ নবম শ্রেণি পযর্ন্ত পড়লে ভূমি সংক্রান্ত কিছু ধারণা পাওয়া যাবে।

তিনি বলেন, ভূমি সপ্তাহ উদযাপনের পরেও সারাবছর অফিসে ভূমিসেবা বিষয়ক কর্মকাÐ চালিয়ে যাওয়া জরুরি। একদম জেলা থেকে ইউনিয় পযর্ন্ত সব জায়গায় ভূমি সংক্রান্ত সকল বিষয় হাতে কলমে শেখানো হবে। অনলাইনের মাধ্যমে একজন গ্রাহক যাতে ঘরে বসে ভূমিসেবা নিতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

May be an image of 3 people, speaker, dais and text that says "ভুমিসে 国 ১৮ ভুমিমত্রী নারায়ন চন্দ্র চন্দ চট্টগ্রামে জিমনেসিয়াম হলে ভুমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। (বুধবার, ১২ জুন, ২০২৪) -পিআইডি, চট্টগ্রাম"

মন্ত্রী বলেন, আমাদের দেশের কৃষি জমিতে বড় বড় বিল্ডিং বানিয়ে মানুষ ঘর তৈরি করছে। কিন্তু শুধু ঘর থাকলে হবে না আপনাকে দু’বেলা ভাতও খেতে হবে। তাই কৃষি জমি, নদী ও পুকুর সংরক্ষণের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। নদীর পাড় কোনভাবেই ভরাট করা যাবে না। যেভাবে মানুষ জমি, পুকুর ভরাট করে ঘর তৈরি করছে তাতে আজ থেকে ৫০ বছর পর আর কোন কৃষি জমি অবশিষ্ট থাকবে না।

এসিল্যান্ড অফিসারদের উদ্দেশে মন্ত্রী বলেন, তারা যেন তাদের অফিসে যাওয়া প্রত্যেক নাগরিকদের সম্মান দিয়ে কথা বলেন। তাদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনে কিভাবে তা সমাধান করা যায় সে ব্যাপারে পরামর্শ দিবেন এবং আপনারা জনগণের কাছে স্মার্ট ভূমিসেবার বিষয়টি ভালো করে বুঝিয়ে বলবেন। ফলে অদূর ভবিষ্যতে ভূমি সংক্রান্ত মামলা মোকদ্দমা একেবারে কমে যাবে। জনগণকে খুব প্রয়োজন ছাড়া ভূমি অফিসে যেতে হবে না। তারা ঘরে বসেই সকল সেবা অনলাইনের মাধ্যমে পেতে পারে।

আলোচনা সভায় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান’র সভাপতিত্বে স্বাগত বক্তব্যে করেন সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় বক্তৃতা করেন।

এসময় অসংখ্য ভুমি সেবাগ্রহীতা সেখানে উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রী ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করেন।

এছাড়াও মহানগরে ভূমিসেবা প্রদানকারী বিভিন্ন সার্কেলের ভূমি অফিসের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে সনদ প্রদানের শেষে তিনি ভূমিসেবার সকল স্টল ঘুরে দেখেন।

নগর প্রতিবেদক: বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা নির্মাণের চেষ্টা করেছেন, কিন্তু শেষ করে যেতে পারেননি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বপ্নের সোনার বাংলা নির্মাণে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে হবে। আর স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে স্মার্ট নাগরিকের পাশাপাশি স্মার্ট ভূমি ব্যবস্থপনা প্রয়োজন।

আজ বুধবার (১২ জুন) বেলা ১১ টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে ভ‚মি সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত স্মার্ট বাংলাদেশ: স্মার্ট ভূমিসেবা ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভায় ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এসব কথা বলেন।

May be an image of ‎7 people, temple, dais and ‎text that says "‎স্মার্ট رلر ২০২৪ ডদ' ভুমিসেবা সপ্তাহ 'সমর্ট বাংলাদেশ: স্মার্ট ভুমিসেবা ও ভুমি ব্যবস্থাপনা প্রেক্ষিত শার নারায়ন ইসলাম, বিভাগীয় কমিশনার, চটগ্রাম চন্দ্র চন্দ, এমপি, মাননীয় মনত্রী, ভুমি মন্রণালয়, গণপ্রজাত্ত্রী বাা প্রধান অত্তিথি জনাব মোঃ তোফায়েল বপিতম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, চট্টগ্রাম বিশেষ অতিথি: জনাব সুনাব কষষয় পদর পিপিএম, ডিআইজি চুট্টগ্রাম রেঞ্জ (রাজম্ব), চ্ট্টগ্রাম মনাব নূরেজালম মিনা, বিপিল্মর) তিরিক্ত বিভাগিয় জুনাব ইয়াখমিন পারভীন দামান, জেলা প্রশাসী জনাব আবুল বাসার মোহাদ মার্ট সেবা しャルー。 ভাগীয় সন ভুমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ চট্টগ্রামে জিমনেসিয়াম হলে ভুমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সনদ প্রদান করেন (বুধবার, ১২ জুন, ২০২৪) -পিআইডি, চট্টগ্রাম‎"‎‎

মন্ত্রী বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে মন্ত্রণালয় বিভিন্ন পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে কাজ করে যাচ্ছে। কিন্তু দেশের মানুষ যদি স্মার্ট ভূমিসেবা সম্পর্কে না জানে তাহলে আমাদের একার পক্ষে এটা অনেক সময়সাপেক্ষ হয়ে উঠবে। আমরা যারা শিক্ষিত তারাও ভূমির অনেক বিষয়ে জানি না। তাই নবম শ্রেণির পাঠ্যবইয়ে ভূমি সংক্রান্ত বেশকিছু বিষয় রাখা হয়েছে। যাতে অন্তত কেউ নবম শ্রেণি পযর্ন্ত পড়লে ভূমি সংক্রান্ত কিছু ধারণা পাওয়া যাবে।

তিনি বলেন, ভূমি সপ্তাহ উদযাপনের পরেও সারাবছর অফিসে ভূমিসেবা বিষয়ক কর্মকাÐ চালিয়ে যাওয়া জরুরি। একদম জেলা থেকে ইউনিয় পযর্ন্ত সব জায়গায় ভূমি সংক্রান্ত সকল বিষয় হাতে কলমে শেখানো হবে। অনলাইনের মাধ্যমে একজন গ্রাহক যাতে ঘরে বসে ভূমিসেবা নিতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

May be an image of 3 people, speaker, dais and text that says "ভুমিসে 国 ১৮ ভুমিমত্রী নারায়ন চন্দ্র চন্দ চট্টগ্রামে জিমনেসিয়াম হলে ভুমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। (বুধবার, ১২ জুন, ২০২৪) -পিআইডি, চট্টগ্রাম"

মন্ত্রী বলেন, আমাদের দেশের কৃষি জমিতে বড় বড় বিল্ডিং বানিয়ে মানুষ ঘর তৈরি করছে। কিন্তু শুধু ঘর থাকলে হবে না আপনাকে দু’বেলা ভাতও খেতে হবে। তাই কৃষি জমি, নদী ও পুকুর সংরক্ষণের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। নদীর পাড় কোনভাবেই ভরাট করা যাবে না। যেভাবে মানুষ জমি, পুকুর ভরাট করে ঘর তৈরি করছে তাতে আজ থেকে ৫০ বছর পর আর কোন কৃষি জমি অবশিষ্ট থাকবে না।

এসিল্যান্ড অফিসারদের উদ্দেশে মন্ত্রী বলেন, তারা যেন তাদের অফিসে যাওয়া প্রত্যেক নাগরিকদের সম্মান দিয়ে কথা বলেন। তাদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনে কিভাবে তা সমাধান করা যায় সে ব্যাপারে পরামর্শ দিবেন এবং আপনারা জনগণের কাছে স্মার্ট ভূমিসেবার বিষয়টি ভালো করে বুঝিয়ে বলবেন। ফলে অদূর ভবিষ্যতে ভূমি সংক্রান্ত মামলা মোকদ্দমা একেবারে কমে যাবে। জনগণকে খুব প্রয়োজন ছাড়া ভূমি অফিসে যেতে হবে না। তারা ঘরে বসেই সকল সেবা অনলাইনের মাধ্যমে পেতে পারে।

আলোচনা সভায় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান’র সভাপতিত্বে স্বাগত বক্তব্যে করেন সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় বক্তৃতা করেন।

এসময় অসংখ্য ভুমি সেবাগ্রহীতা সেখানে উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রী ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করেন।

এছাড়াও মহানগরে ভূমিসেবা প্রদানকারী বিভিন্ন সার্কেলের ভূমি অফিসের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে সনদ প্রদানের শেষে তিনি ভূমিসেবার সকল স্টল ঘুরে দেখেন।