নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগর ইউনিয়নে আজ রবিবার (১৯ মে)জাতীয় স্মার্ট পরিচয়পত্র বিতরণ করা হয়। ঐ পরিচয়পত্র বিতরণ করা হয় আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসায়। পরিচয়পত্র বিতরণ কেন্দ্র পরিদর্শন করেছেন আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো: সায়েম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ইউনুচ আলী, প্রকল্প উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার হালিদ হাসান, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, সহকারী নির্বাচন উপ-পরিচালক এস.এম ইকবাল, লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুস শুক্কুর, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ ইউপি সদস্য সদস্যাগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আধুনগর ইউনিয়নের কেন্দ্র পরিদর্শনের সময় ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো: সায়েম জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরেন।
সকাল থেকে ইউনিয়নের নারী-পুরুষরা নিজ নিজ পরিচয়পত্র সংগ্রহের জন্য কেন্দ্রে সমবেত হয়।
সংশ্লিষ্ট সূত্র মতে, লোহাগাড়া উপজেলার ৯ ইউনিয়নে ১লাখ ৮০হাজার মানুষ স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন। এপর্যন্ত ১লাখ ৪৮হাজার পরিচয়পত্র বিতরণ করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা।