মোহাম্মদ ফারুক, ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস – ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মুক্তিযোদ্ধার জয়ে বিপদজনক অবস্থানে মোহামেডান স্পোটিং ক্লাব। আজ শনিবার (১৮ মে) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) মোহামেডানকে ৩ উইকেটে পরাজিত করে।
আগামীতে প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে আজকের ম্যাচে মোহামেডানের জয় পাওয়াটা ছিল খুবই জরুরী। কিন্তু আজকের পরাজয়ে তাদের ভাগ্য অনিশ্চয়তায় চলে গেল। এরজন্য তাদের অপেক্ষা করতে হবে আগামী ২০ মে সোমবার রাইজিং স্টার ক্লাব বনাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন ম্যাচ পর্যন্ত। যদি সোমবারের ম্যাচে ১০ ম্যাচে ১ জয় ও ৯ পরাজয়ে ৩ পয়েন্ট প্রাপ্ত সিটি কর্পোরেশন নিজেদের জয় নিশ্চিত করতে পারে তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য তা হবে খুব বড় দুসংবাদ। সেই ক্ষেত্রে দীর্ঘদিনের দর্শক জনপ্রিয় ক্লাব মোহামেডানকে প্রিমিয়ার থেকে নেমে আসতে হবে ১ম বিভাগে। আর যদি সিটি কর্পোরেশন ম্যাচ হেরে যায় তাহলে প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিতে হবে তাদের। এখন শুধু সোমবারের অপেক্ষার পালা।
এবারের প্রিমিয়ার লিগে সব কটি ম্যাচ শেষে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) এর সংগ্রহ ১১ খেলায় ৮ জয় ও ৩ পরাজয়ে ২৪ পয়েন্ট। অন্য দিকে মোহামেডান স্পোটিং ক্লাবের সংগ্রহ ১১ খেলায় ১ জয়, ১ ড্র (ম্যাচ পরিতক্ত) ও ৯ পরাজয়ে ৪ পয়েন্ট।
প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান ধরে রাখতে জয়ের লক্ষ্যে শক্তিশালি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে শনিবার সকালে টসে জিতে ব্যাট করতে নেমে শেখ আরমান উল্ল্যার সর্ব্বোচ ৬২ রানের সুবাদে মোহামেডান নির্ধারিত ৫০ ওভারে করে ৯ উইকেটে ২১৪ রান। দলের পক্ষে ইশতিয়াক হোসাইন ২৮, তানভীর সাদ্দাত কিং ২৭, সাকলাইন সজিব ২৬, ইশতিয়াক বিন ইদ্রিচ অপরাজিত ২৪ রান করেন। ম্যাচে মুক্তিযোদ্ধার পক্ষে ইনজেমামুল হক ৪ ও মুরসালিন মুরাদ ৩ ও রতন দাশ ১ উইকেট লাভ করেন।
এবারের লিগের শক্তিশালী দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) লিগ পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে জয়ের জন্য ২১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার সাফায়েত ইপ্তির ৯৯ রানের উপর ভর করে ৪৫.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৬ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সাজ্জাদুল হক রিপন ২১, মোহাইমিনুল সৌরভ ও আল আমিন হোসাইন ২০ রান করে সংগ্রহ করেন। বল হাতে মোহামেডানের মোঃ জসিম ও ইফরান হোসাইন ৩ টি করে উইকেট লাভ করেন।
রবিবার এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস – ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রানার্সআপ নির্ধারনী গুরুত্বপূর্ন ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন – ফ্রেন্ডস ক্লাবের মোকাবেলা করবে।